বুধবার, ৩ জুন, ২০২০ ০০:০০ টা
আগুনে পাঁচ রোগীর মৃত্যু

হাই কোর্ট ব্যাখ্যা চেয়েছে ইউনাইটেড হাসপাতালের

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর ইউনাইটেড হাসপাতালে অগ্নিকান্ডে পাঁচজনের মৃত্যুর ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষের কাছে আগামী ১৪ জুনের মধ্যে লিখিত ব্যাখ্যা চেয়েছে হাই কোর্ট। একই সঙ্গে ওই ঘটনায় পুলিশের আইজি, ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ ও রাজউকের কাছে পৃথক পৃথক প্রতিবেদন চেয়েছে আদালত। ১৪ জুনের মধ্যে এসব প্রতিবেদন আদালতে দাখিল করতে বলা হয়েছে। এ সংক্রান্ত এক রিট আবেদনের শুনানি নিয়ে গতকাল বিচারপতি এম ইনায়েতুর রহিমের ভার্চুয়াল হাই কোর্ট বেঞ্চ এ আদেশ দেয়। ঘটনার শিকার কোনো ভুক্তভোগী পরিবারের সদস্য হাই কোর্টে এসে ক্ষতিপূরণের আবেদন করলে সে বিষয়ে পরবর্তী সময়ে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছে আদালত। ভিডিও কনফারেন্সের মাধ্যমে আদালতে রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার মুনতাসির উদ্দিন আহমেদ, নিয়াজ মোহাম্মদ মাহবুব ও সাহিদা পারভীন শিলা। আর রাষ্ট্রপক্ষে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মুরাদ রেজা। এর আগে গত সোমবার রিট আবেদনটি দাখিল করেন সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার রেদোয়ান আহমেদ রানজীব ও ব্যারিস্টার হামিদুল মিসবাহ। নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার পাশাপাশি হাসপাতালটির লাইসেন্স বাতিল চাওয়া হয়েছে রিটে। একই সঙ্গে রিটে পাঁচজনের মৃত্যুর ঘটনায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে কেন হত্যা মামলা দায়ের করা হবে না, এ মর্মে রুল জারির নির্দেশনা চাওয়া হয়েছে। স্বাস্থ্য সচিব, স্বাস্থ্য অধিদফতরের ডিজি, ইউনাইটেড হাসপাতাল কর্তৃপক্ষসহ সংশ্লিষ্টদের রিটে বিবাদী করা হয়েছে। গত ২৭ মে রাতে রাজধানীর গুলশানের ইউনাইটেড হাসপাতালের করোনা আইসোলেশন ইউনিটে আগুন লেগে পাঁচজনের মৃত্যু হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে।

সর্বশেষ খবর