সোমবার, ২৯ জুন, ২০২০ ০০:০০ টা

বারডেম হাসপাতালের অস্থায়ী চিকিৎসকদের অবস্থান কর্মসূচি

নিজস্ব প্রতিবেদক

সম্পূর্ণ বেতন, সুরক্ষা উপকরণ নিশ্চিত করা ও চাকরি স্থায়ী করার দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছেন বারডেম জেনারেল হাসপাতালের ১০৯ জন রেসিডেন্ট মেডিকেল অফিসার (আরএমও)। হাসপাতালটির চেম্বার কমপ্লেক্সের সামনে গতকাল সকাল ৯টা থেকে তারা অবস্থান কর্মসূচি পালন করছেন। আন্দোলনরত চিকিৎসকরা বলেন, কভিড রোগীদের চিকিৎসা দিলেও তাদের পর্যাপ্ত পিপিই দেওয়া হয়নি। যেসব পিপিই দেওয়া হয়েছে তা মানসম্মত নয়, পুনরায় ব্যবহার করতে হচ্ছে। এরই মধ্যে ১৬ জন আরএমও কভিড পজিটিভ হয়েছে। যাদের চিকিৎসা দেয়নি বারডেম কর্তৃপক্ষ। অন্যান্য হাসপাতালে চিকিৎসা নিতে হচ্ছে তাদের। বারডেম জেনারেল হাসপাতালের চাকরি বিধি অনুসারে, স্থায়ী ও অস্থায়ী দুভাবে চিকিৎসক নিয়োগ দেওয়া হয়। অস্থায়ী চিকিৎসকদের ছয় মাস থেকে       এক বছরের মধ্যে স্থায়ী করা হয়। চিকিৎসকদের স্কেল অনুসারে বেতন দেওয়া হয়। কিন্তু এ নিয়ম না মেনে, ১০৯ জন মেডিকেল অফিসারকে ৩০ হাজার টাকা নির্দিষ্ট বেতনে নিয়োগ দেওয়া হয়েছে। এদের মধ্যে বেশিরভাগের চাকরির বয়স এক থেকে তিন বছরের বেশি হলেও তাদের স্থায়ী করা হয়নি। দুই মাস ধরে তাদের ১০ হাজার টাকা কম বেতন দেওয়া হচ্ছে এবং ঈদের বোনাস অর্ধেক দেওয়া হয়েছে। হাসপাতালের মহাপরিচালকের কাছে চিকিৎসকদের পক্ষ থেকে তিন জন প্রতিনিধি স্মারকলিপি দিয়েছেন। কিন্তু তাদের কোনো আশ্বাস দেওয়া হয়নি। চিকিৎসকরা বলছেন, আমাদের আশ্বাস না দিলে আমরা অবস্থান কর্মসূচি থেকে সরবো না। আমরা অবস্থান কর্মসূচি গ্রহণ করলেও রোগীদের কোনো সমস্যা হচ্ছে না। সবাই সবার  রোস্টার অনুযায়ী ডিউটি করছে। ডিউটি শেষে অবস্থান কর্মসূচিতে যোগ দিচ্ছে। বারডেম জেনারেল হাসপাতালের মহাপরিচালক ডা. কাইয়ুম চৌধুরী বলেন, যারা আন্দোলন করছে তারা এখানে ট্রেনিং করছে, ট্রেনিংয়ে থাকা ডাক্তার। তারা বলছে স্থায়ী করতে। কিন্তু স্থায়ী করার পদ্ধতি আছে। বিজ্ঞপ্তি দেওয়া হলে তারা সাক্ষাৎকার দিয়ে নিয়োগ পাবে। এখন তাদের স্থায়ী করার সুযোগ নেই।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর