বুধবার, ২৬ আগস্ট, ২০২০ ০০:০০ টা

মোকাবিলায় মাঠে কাজ করছি

-তুষার কান্তি মন্ডল

মোকাবিলায় মাঠে কাজ করছি

রংপুর মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তুষার কান্তি ম-ল বলেছেন, গত কয়েক মাস ধরে রংপুরের রাজনীতি চলছে করোনাকে ঘিরে। করোনাভাইরাস থেকে জনগণকে কীভাবে রক্ষা করা যায় সেজন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে আমরা মাঠে কাজ করেছি। এই দুর্যোগে কোনো মানুষকে না খেয়ে কষ্ট পেতে দেওয়া হয়নি। বাংলাদেশ প্রতিদিনকে তিনি বলেন, প্রতিটি ওয়ার্ড, পাড়া-মহল্লায় আমরা ত্রাণ  বিতরণ করেছি। ব্যক্তিগত উদ্যোগে দুর্ভোগে পড়া মানুষের পাশে দাঁড়িয়েছি। প্রশাসনের পাশাপাশি জনগণের সচেতনতা বৃদ্ধির জন্য মাস্ক, লিফলেটসহ সুরক্ষাসামগ্রী দিয়েছি। সব শ্রেণি-পেশার মানুষের সচেতনতা বাড়াতে ছাত্রলীগ, যুবলীগসহ অন্যান্য সহযোগী সংগঠন কাজ করছে। তিনি আরও বলেন, করোনা দুর্যোগের সময় মাহিগঞ্জে বঙ্গবন্ধু মেমোরিয়াল হাসপাতাল বন্ধ ছিল। এই হাসপাতালটি সিটি করপোরেশন পরিচালনা করত। অনেক আন্দোলনের পর চলতি আগস্ট মাসে সেটি চালু হয়েছে। সেখানে এখন জনগণ সেবা পাচ্ছে। করোনায় রাজনীতির অন্য বিষয়গুলো পালন না করলেও কেন্দ্রীয় কর্মসূচি দলীয় কার্যালয়ে সামাজিক দূরত্ব মেনে পালন করা হয়। মোটকথা সাধারণ মানুষকে এখন করোনা থেকে কীভাবে মুক্ত রাখা যায় এ নিয়েই চলছে রাজনীতি। আমরা এখন করোনা ছাড়া অন্য কিছু ভাবছি না।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর