বুধবার, ২৬ আগস্ট, ২০২০ ০০:০০ টা

রংপুরের রাজনীতির মাঠে কেউ নেই

-মুক্তিযোদ্ধা আকবর হোসেন

রংপুরের রাজনীতির মাঠে কেউ নেই

সুশাসনের জন্য নাগরিক-সুজন জেলা সভাপতি মুক্তিযোদ্ধা আকবর হোসেন করোনাকালীন রাজনীতি প্রসঙ্গে বলেন, প্রকৃত রাজনীতি বলতে যা বোঝায় রংপুরে এখন তা নেই। বলা চলে রাজনীতি এখন বন্ধ। তারপরও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে আওয়ামী লীগসহ কিছু সংগঠন সীমিত আকারে কিছু অনুষ্ঠান করেছে। এটাকে রাজনীতি বলা যায় না। রাজনৈতিক দলগুলোকে ভোটের সময় শুধু সরব দেখা যায়। অন্য সময় কেন্দ্রীয় কিছু কর্মসূচি ছাড়া এরা অলস সময় পার করে। রংপুরে এখন কোনো নির্বাচন নেই। তাই রাজনীতির মাঠেও কেউ নেই। বাংলাদেশ প্রতিদিনকে তিনি বলেন, করোনা দুর্যোগে রাজনীতি করা উচিত সাধারণ মানুষকে নিয়ে। জনগণ যাতে নিরাপদ থাকে এ বিষয়ে মাঠে কাজ করা উচিত। কিন্তু সেভাবে কোনো দলকেই কাজ করতে দেখা যায়নি। মহানগর আওয়ামী লীগ কিছুটা মাঠে থাকলেও বিএনপিসহ অন্যান্য দলগুলোর ভূমিকা নেই বললেই চলে। তিনি এই দুর্যোগের সময় মত-পার্থক্য ভুলে গিয়ে সবাইকে এক কাতারে এসে কাজ করার আহ্বান জানান। তিনি বলেন, করোনা পরিস্থিতি থেকে কীভাবে উত্তরণ ঘটানো যায় এর জন্য দলমত নির্বিশেষে সবার আলোচনা করে পরিকল্পিত পরিকল্পনা গ্রহণ করাই হবে প্রকৃত রাজনীতি।

সর্বশেষ খবর