বুধবার, ২৬ আগস্ট, ২০২০ ০০:০০ টা

মৃত্যু ছাড়াল ৪ হাজার শনাক্ত ৩ লাখ ছুঁইছুঁই

২৪ ঘণ্টায় আক্রান্ত ২৫৪৫, মৃত্যু ৪৫

নিজস্ব প্রতিবেদক

মৃত্যু ছাড়াল ৪ হাজার শনাক্ত ৩ লাখ ছুঁইছুঁই

দেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়ার ১৭১ দিনের মাথায় সরকারি হিসাবে মৃতের সংখ্যা ৪ হাজার ছাড়িয়ে গেল। অন্যদিকে নতুন করে ৩৭২ জনের করোনা শনাক্ত হলেই শনাক্ত রোগীর সংখ্যা ৩ লাখে পৌঁছে যাবে। তবে নমুনা পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার কমতে শুরু করেছে। গতকাল শনাক্তের হার ছিল ১৭ দশমিক ৯৮ শতাংশ, যা এখন পর্যন্ত গড় শনাক্ত হারের চেয়ে ২ দশমিক ৪০ শতাংশ কম। গতকাল স্বাস্থ্য অধিদফতরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গতকাল সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় করোনা সংক্রমণে আরও ৪৫ জনের মৃত্যু হয়েছে। এতে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৪ হাজার ২৮। গত এক দিনে আরও ২ হাজার ৫৪৫ জনের মধ্যে সংক্রমণ ধরা পড়েছে। তাতে দেশে এ পর্যন্ত শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ৯৯ হাজার ৬২৮-এ। এ ছাড়া গত ২৪ ঘণ্টায় ৩ হাজার ৮৮১ জন রোগী সুস্থ হয়েছেন। এ নিয়ে সুস্থ রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৮৬ হাজার ৭৫৬-এ। ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে ১৪ হাজার ১৫৩টি। এ পর্যন্ত নমুনা পরীক্ষা করা হয়েছে ১৪ লাখ ৭০ হাজার ১৯১টি। ২৪ ঘণ্টায় শনাক্তের হার ১৭ দশমিক ৯৮ শতাংশ, এ পর্যন্ত শনাক্তের হার ২০ দশমিক ৩৮ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৬২ দশমিক ৩৩ শতাংশ ও মৃত্যুর হার ১ দশমিক ৩৪ শতাংশ।

বাংলাদেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়ে গত ৮ মার্চ, আর ১৮ মার্চ প্রথম মৃত্যুর তথ্য নিশ্চিত করে স্বাস্থ অধিদফতর। প্রথম মৃত্যুর প্রায় এক মাস                পর ২০ এপ্রিল মৃতের সংখ্যা ১০০ ছাড়ায়। মৃতের সংখ্যা ২৫ মে ৫০০ ও ১০ জুন হাজার ছাড়ায়। দেড় হাজার ছাড়ায় ২২ জুন। ২৮ জুলাই সে সংখ্যা ৩ হাজার স্পর্শ করে। গতকাল ২৫ আগস্ট মৃতের সংখ্যা ছাড়িয়ে গেল ৪ হাজার। ৮ মার্চের পর বাংলাদেশে কভিড-১৯ রোগী শনাক্তের সংখ্যা আড়াই লাখ পার হয় পাঁচ মাস পর ৭ আগস্ট। এরপর ২০ দিনেরও কম সময়ের মধ্যে শনাক্তের সংখ্যা ৩ লাখ ছুঁইছুঁই করছে। জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তালিকায় শনাক্ত রোগীর সংখ্যা বিবেচনায় বিশ্বে বাংলাদেশের অবস্থান এখন ১৫তম আর মৃতের সংখ্যায় ২৯তম। গত এক দিনে যারা মারা গেছেন তার মধ্যে পুরুষ ৩২ ও নারী ১৩ জন। এর মধ্যে ৪৪ জন হাসপাতালে ও একজন বাড়িতে মারা গেছেন। ২৭ জনের বয়স ছিল ৬০ বছরের বেশি, ১০ জনের ৫১ থেকে ৬০ বছরের মধ্যে, ছয়জনের ৪১ থেকে ৫০ বছরের মধ্যে, একজনের ৩১ থেকে ৪০ বছরের মধ্যে এবং একজনের ২১ থেকে ৩০ বছরের মধ্যে। এর মধ্যে ২৫ জন ঢাকা, নয়জন চট্টগ্রাম, দুজন রাজশাহী, চারজন খুলনা, দুজন বরিশাল, একজন রংপুর ও দুজন ময়মনসিংহ বিভাগের বাসিন্দা।

আমাদের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো আরও তথ্য-

বাগেরহাট : গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ১৭ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে বাগেরহাট জেলায় শনাক্ত মোট রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৮৬৮-তে। এর মধ্যে সুস্থ হয়েছেন ৭৫৭ জন। মারা গেছেন ১৯ জন।

গাজীপুর : গত ২৪ ঘণ্টায় নতুন করে ৩৭ জনের করোনা শনাক্ত হয়েছে। মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৪ হাজার ৭৪১-এ। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৩ হাজার ৯১ জন। মারা গেছেন ৫৮ জন।

বগুড়া : বগুড়া সরকারি আজিজুল হক কলেজের অধ্যক্ষ প্রফেসর শাহজাহান আলীসহ আরও ৫৬ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৬ হাজার ৩৪৬-এ। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৫ হাজার ২৪০ জন। মারা গেছেন ১৪৮ জন।

সর্বশেষ খবর