বুধবার, ২৬ আগস্ট, ২০২০ ০০:০০ টা

সম্রাটকে হাসপাতালে জিজ্ঞাসাবাদ

নিজস্ব প্রতিবেদক

যুবলীগের বহিষ্কৃত নেতা ইসমাইল চৌধুরী সম্রাটকে অবৈধ সম্পদ অর্জনের মামলায় রিমান্ডে নেওয়ার অনুমতি পাওয়ার ৯ মাস পর তাকে হাসপাতালে জিজ্ঞাসাবাদ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল বেলা ১১টা থেকে বিকাল ৩টা পর্যন্ত বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) হাসপাতালে দুদকের তদন্তকারী একটি দল সম্রাটকে জিজ্ঞাসাবাদ করে। দুদকের পরিচালক (জনসংযোগ) প্রণব কুমার ভট্টাচার্য্য বলেন, আদালতের আদেশ নিয়ে মামলার তদন্তের স্বার্থে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। মামলার তদন্ত কর্মকর্তা দুদকের উপ-পরিচালক মো.  জাহাঙ্গীর আলমের নেতৃত্বে একটি দল এ জিজ্ঞাসাবাদে অংশ নেয়। তদন্ত কর্মকর্তা যদি মনে করেন যে আরও জিজ্ঞাসাবাদের প্রয়োজন আছে, তাহলে পরে তাও করা হবে। গত বছরের ১৭ নভেম্বর ঢাকার জজ আদালত সম্রাটকে ৬ দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছিল। সে অনুযায়ী ২৪ নভেম্বর থেকে তাকে হেফাজতে পাওয়ার কথা ছিল দুদকের। কিন্তু তার আগের দিন বুকে ব্যথা ও শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি হন সম্রাট। প্রথমে তাকে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে সেখান থেকে স্থানান্তর করা হয় বিএসএমএমইউতে। তখন থেকে তিনি সেখানেই চিকিৎসাধীন আছেন। গত ৭ আগস্ট কুমিল্লার চৌদ্দগ্রাম থেকে ইসমাইল চৌধুরী সম্রাট ও তার সহযোগী এনামুল হক আরমানকে গ্রেফতার করে র‌্যাব।

সর্বশেষ খবর