বুধবার, ২৬ আগস্ট, ২০২০ ০০:০০ টা

নতজানু নীতির কারণে রোহিঙ্গা সমস্যার সমাধান হচ্ছে না : ফখরুল

নিজস্ব প্রতিবেদক

নতজানু পররাষ্ট্রনীতির কারণে সরকার মিয়ানমার থেকে বাংলাদেশের কক্সবাজারে আশ্রয় নেওয়া রোহিঙ্গা সমস্যার সমাধান করতে পারছে না বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, মিয়ানমার সরকারকে রোহিঙ্গাদের ফিরিয়ে নেওয়ার ব্যাপারে বাধ্য করতে সরকার কোনো কার্যকরী ব্যবস্থা গ্রহণ করতে পারেনি। এক্ষেত্রে নতজানু পররাষ্ট্রনীতি ও দুর্বলতাই দায়ী।

গতকাল সকালে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীর শেরেবাংলা নগরে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবরে পুষ্পমাল্য অর্পণ ও শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ কথা বলেন। বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ, যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, মুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদক অবসরপ্রাপ্ত কর্নেল জয়নুল আবেদীন, মুক্তিযোদ্ধা দলের সভাপতি ইশতিয়াক আজিজ উলফাত, সাধারণ সম্পাদক সাদেক আহমেদ খান প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন। মির্জা ফখরুল বলেন, এখন পর্যন্ত এই সমস্যার বিষয়টাকে কেন্দ্র করে প্রধানমন্ত্রী বিশ্ব নেতাদের সঙ্গে সাক্ষাৎ করেননি। বিশ্ব সফর করেননি। জাতিসংঘে সেভাবে গুরুত্বসহকারে বিষয়টাকে তুলে ধরতে পারেননি। যে কারণে রোহিঙ্গা সমস্যার বিশাল একটা বোঝা দেশের মানুষকে বহন করতে হচ্ছে। বিএনপি মহাসচিব বলেন, মুক্তিযোদ্ধাদের ওপর নির্যাতন চলছে, সরকার নির্যাতন চালাচ্ছে। বিএনপির সবাই দেশের খ্যাতনামা মুক্তিযোদ্ধা। তারা যুদ্ধ করেছেন রণাঙ্গনে। তারা যুদ্ধে নেতৃত্ব দিয়েছেন, বিভিন্ন সেক্টরের কমান্ডারের দায়িত্ব পালন করেছেন। তাদেরও কারাগারে যেতে হয়েছে, নির্যাতন ভোগ করতে হয়েছে। একটি মাত্র কারণে যে, তারা গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠিত করতে চেয়েছেন। মির্জা ফখরুল বলেন, চট্টগ্রামের বাঁশখালীতে সরকারি দলের সংসদ সদস্যের গু-ারা মুক্তিযোদ্ধা দলের নেতা-কর্মীদের ওপর আক্রমণ চালায়। একমাত্র কারণ, ওই সংসদ সদস্যকে সমর্থন করা হয়নি। আমরা দুর্ভাগ্যের সঙ্গে লক্ষ্য করেছি, দেশে মুক্তিযুদ্ধের চেতনা ভূলুণ্ঠিত হয়েছে। মুক্তিযোদ্ধাদের কোনো সম্মান নেই। এখন দেশকে সত্যিকার অর্থেই একটা ব্যর্থ রাষ্ট্রে পরিণত করার ষড়যন্ত্র চলছে। বিএনপির এই মুখপাত্র বলেন, ১৫ আগস্ট ও ২১ আগস্টের ঘটনায় জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া ও তারেক রহমানকে জড়ানো- দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র ও চক্রান্তেরই অংশ। দেশে সত্যিকার অর্থেই যারা মুক্তিযোদ্ধা, যারা দেশকে স্বাধীন করতে চেয়েছেন, যারা নতজানু পররাষ্ট্রনীতিতে বিশ্বাস করেন না তাদের ওপরই এই আঘাত বার বার এসেছে। যেহেতু জিয়াউর রহমান স্বাধীনতা ঘোষণা দিয়েছিলেন, দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করেছিলেন সেজন্যই তাকে দুনিয়া থেকে সরিয়ে দেওয়া হয়েছে।

সর্বশেষ খবর