বুধবার, ২৬ আগস্ট, ২০২০ ০০:০০ টা

এস কে সিনহাসহ ১১ জনের বিরুদ্ধে আরও তিনজনের সাক্ষ্য

আদালত প্রতিবেদক

পদ্মা ব্যাংক (সাবেক ফারমার্স ব্যাংক) থেকে ৪ কোটি টাকা আত্মসাৎ ও পাচারের মামলায় সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার (এস কে) সিনহাসহ ১১ জনের মামলায় আরও তিনজনের সাক্ষ্য গ্রহণ করেছে আদালত। গতকাল ঢাকার ৪ নম্বর বিশেষ জজ আদালতের বিচারক শেখ নাজমুল আলম সাক্ষীদের সাক্ষ্য গ্রহণ করেন। তাদের সাক্ষ্য গ্রহণ শেষে আদালত আগামী ১ সেপ্টেম্বর পরবর্তী সাক্ষ্য গ্রহণের তারিখ ধার্য করেন। সাক্ষীরা হলেন, মামলার রেকর্ডিং অফিসার দুদকের সহকারী পরিচালক মো. মনিরুল ইসলাম, ফারমার্স ব্যাংকের গুলশান শাখার অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট মৃণাল মজুমদার ও একই শাখার এক্সিকিউটিভ অফিসার রেজাউল হাসান। এর আগে গত ১৮ আগস্ট মামলার বাদী দুদকের পরিচালক সৈয়দ ইকবাল হোসেন সাক্ষ্য দেন। এখন পর্যন্ত মামলাটিতে চারজনের সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছে। এর আগে গত ১৩ আগস্ট একই আদালত ১১ আসামির বিরুদ্ধে চার্জ গঠন করে সাক্ষ্য গ্রহণের আদেশ দেয়।

সর্বশেষ খবর