রবিবার, ২৭ ডিসেম্বর, ২০২০ ০০:০০ টা

৪ কোটি শিক্ষার্থীর নতুন বই প্রস্তুত

আকতারুজ্জামান

নতুন বছরের শুরুতেই নতুন ৩৪ কোটি ৩৬ লাখ ৬২ হাজার ৪১২টি বই পাবে প্রায় ৪ কোটির বেশি ছাত্র-ছাত্রী। মহামারী ভাইরাস করোনার মধ্যেও সরকার যথাসময়ে নতুন বই প্রস্তুত করেছে শিক্ষার্থীদের জন্য। আগামী শিক্ষাবর্ষে বছরের শুরুতেই এসব নতুন বই বিতরণ করা হবে। শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, আগামী ৩১ ডিসেম্বর গণভবন থেকে বই উৎসবের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একই দিন সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে শিক্ষার্থীদের হাতে স্বাস্থ্যবিধি মেনে নতুন বছরের বই তুলে দেবেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনিসহ শিক্ষা মন্ত্রণালয় ও শিক্ষা বোর্ডের কর্মকর্তারা।  পরের দিন থেকে সারা দেশে শিক্ষা প্রতিষ্ঠান থেকে বই বিতরণ করা হবে। করোনা পরিস্থিতির কারণে এবার সারা দেশে বই উৎসব হবে না। বিকল্প পদ্ধতিতে শিক্ষার্থীদের হাতে বই তুলে দেওয়া হবে। জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) সূত্রে জানা গেছে, এরই মধ্যে প্রাথমিক পর্যায়ের ৯৫ শতাংশ ও মাধ্যমিক পর্যায়ের ৮০ শতাংশের বেশি বই উপজেলা পর্যায়ে পৌঁছে গেছে। ডিসেম্বরের মধ্যে বাকি বইগুলোও পৌঁছে যাবে। করোনার কারণেও শিক্ষাপ্রতিষ্ঠানে বই পৌঁছতে বিলম্ব হবে না। নতুন বছরে শিক্ষার্থীদের জন্য প্রস্তুত করা রং-বেরঙের এসব বইয়ে পদ্মা সেতু, মেট্রোরেল, বঙ্গবন্ধু স্যাটেলাইটসহ সরকারের বিভিন্ন উন্নয়ন-অগ্রযাত্রার তথ্যও অন্তর্ভুক্ত করা হয়েছে। সংযোজন করা হয়েছে স্বাস্থ্যসচেতনতাসহ হাত ধোঁয়ার বিভিন্ন পরামর্শও। এনসিটিবির চেয়ারম্যান প্রফেসর নারায়ণ চন্দ্র সাহা প্রতিবেদককে বলেন, আগামী পয়লা জানুয়ারির আগেই প্রাথমিক ও মাধ্যমিকের সব বই উপজেলায় পৌঁছে যাবে। শিক্ষাবর্ষের প্রথমে নতুন বই পেতে শিক্ষার্থীদের কোনো সমস্যা হবে না। তিনি বলেন, প্রাথমিকের ৯৫ শতাংশ ও মাধ্যমিকের প্রায় ৮০ শতাংশের বেশি বই উপজেলা পর্যায়ে চলে গেছে। এনসিটিবি সূত্র মতে, আগামী শিক্ষাবর্ষে প্রাক-প্রাথমিক থেকে নবম শ্রেণি পর্যন্ত ছাত্রছাত্রীর সংখ্যা ৪ কোটি ১৬ লাখ ৫৫ হাজার ২২৬ জন। এসব শিক্ষার্থীর জন্য প্রাথমিকে ১০ কোটি ২৫ লাখ ৮২ হাজার ৫৫৫ কপি বই ছাপানো হচ্ছে। এর মধ্যে ক্ষুদ্র নৃগোষ্ঠীর শিক্ষার্থীদের জন্য প্রস্তুত করা হয়েছে ২ লাখ ১৩ হাজার ২৮৮টি বই। এ ছাড়া মাধ্যমিক স্তরে ২৪ কোটি ১০ লাখ ৭০ হাজার ৬৬১ কপি বই ছাপানো হবে। ২০২১ শিক্ষাবর্ষে বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের জন্য সরকার বই প্রস্তুত করছে ৯ হাজার ১৯৬টি।

ক্লাস অনুযায়ী বই পাবে প্রাথমিকের শিক্ষার্থীরা : করোনাভাইরাসের কারণে এবার বিকল্প পদ্ধতিতে বই বিতরণ করবে সরকার। শিক্ষার্থীদের স্বাস্থ্যবিধির কথা চিন্তা করে এবার ক্লাস অনুযায়ী বই বিতরণ করা হবে। বেশি শিক্ষার্থী থাকা স্কুলগুলোতে বই বিতরণ করা হবে রোল অনুযায়ী। প্রাথমিক শিক্ষা অধিদফতরের মহাপরিচালক আলমগীর মুহম্মদ মনসুরুল আলম প্রতিবেদককে এসব কথা বলেন। মহাপরিচালক বলেন, কোন দিন কোন ক্লাসের বই দেওয়া হবে তা আগে থেকেই স্কুলের নোটিস বোর্ডে টাঙিয়ে দেওয়া হবে। এবার শিক্ষার্থীদের হাতে প্যাকেটজাত বই তুলে দেওয়া হবে বলে জানা গেছে। সংরক্ষণ করতে হবে চলতি বছরের বই : করোনাকালীন সময়ে শিক্ষার্থীদের শিখন ঘাটতি চিহ্নিত করে সেগুলো পরের ক্লাসে পড়ানোর উদ্যোগ নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। এজন্য বর্তমান ক্লাসের বইগুলো শিক্ষার্থীদের সংরক্ষণ করতে বলেছে এনসিটিবি। নির্দেশনায় বলা হয়েছে, আগামী ২০২১ শিক্ষাবর্ষের ষষ্ঠ থেকে নবম শ্রেণির শিক্ষার্থীদের পূর্ববর্তী শ্রেণির শিখন ঘাটতি পূরণের লক্ষ্যে কিছু কার্যক্রম পরিচালনা করা প্রয়োজন। এজন্য শিক্ষার্থীদের বর্তমান ক্লাসের (২০২০ শিক্ষাবর্ষের) বই প্রয়োজন হতে পারে।

সর্বশেষ খবর