মঙ্গলবার, ২৯ ডিসেম্বর, ২০২০ ০০:০০ টা

প্রশ্ন ফাঁসে গ্রেফতার ব্যাংক কর্মকর্তা

নিজস্ব প্রতিবেদক

বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি ও ব্যাংকের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁসের ঘটনায় জনতা ব্যাংকের সিনিয়র অফিসার রাকিবুল হাসান শান্তসহ ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) সাইবার পুলিশ। অপর দুজন হলেন- মিরাজ ও রাশেদ। এরা একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র। গতকাল তিনজনই আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দী দিয়েছেন। সিআইডি সূত্র জানিয়েছে, শান্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইলেক্ট্রিক্যাল অ্যান্ড ইলেক্ট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগ থেকে পাস করে জনতা ব্যাংকে সিনিয়র অফিসার হিসেবে যোগ দেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি, সরকারি বিভিন্ন ব্যাংকসহ গুরুত্বপূর্ণ ভর্তি ও নিয়োগ পরীক্ষায় এই চক্রটি ডিজিটাল পদ্ধতিতে প্রশ্নফাঁস করছিল। ২০১৭ সালে তেজগাঁও থানায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন কর্মকর্তার করা একটি মামলায় ওই তিনজনকে গ্রেফতার দেখানো হয়েছে।

সর্বশেষ খবর