বৃহস্পতিবার, ৪ ফেব্রুয়ারি, ২০২১ ০০:০০ টা

আলজাজিরার প্রতিবেদন লন্ডনভিত্তিক ষড়যন্ত্রের অংশ : ওবায়দুল কাদের

নিজস্ব প্রতিবেদক

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে আলজাজিরার প্রতিবেদন রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত, অসত্য ও ফরমায়েশি। এটি একপেশে, বানোয়াট এবং স্পষ্টতই অপপ্রচার। এ প্রতিবেদন লন্ডনভিত্তিক ষড়যন্ত্রের অংশ।

গতকাল নিজ সরকারি বাসভবন থেকে অনলাইনে ব্রিফিংকালে তিনি এসব কথা বলেন। 

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, লন্ডনে বসে যারা দেশবিরোধী অপপ্রচার করছে এবং উসকানি দিচ্ছে, এ প্রতিবেদনের পেছনে সেই সাম্প্রদায়িক অশুভ চক্রের যোগসাজশ রয়েছে। তিনি বলেন, এমন একটি অসত্য প্রতিবেদন সম্প্রচার করায় আলজাজিরার গ্রহণযোগ্যতা প্রশ্নবিদ্ধ হয়েছে। এ নিয়ে দর্শক মহলেও বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। যারা এখনো এ দেশের স্বাধীনতাকে মেনে নিতে পারেনি, এ দেশের অর্জন ও অগ্রগতিকে হিংসার চোখে দেখে, বঙ্গবন্ধু হত্যাকান্ড এবং যুদ্ধাপরাধীদের বিচার মেনে নিতে পারেনি, এ প্রতিবেদন তাদের কৌশলী ষড়যন্ত্রের ধারাবাহিকতা। সরকার মনে করে, আলজাজিরা টেলিভিশন সেই রাষ্ট্রবিরোধী অপশক্তির দাবার ঘুঁটিতে পরিণত হয়েছে। ওবায়দুল কাদের বলেন, ‘অল দ্য প্রাইম মিনিস্টার’স ম্যান’ প্রতিবেদনটি শেখ হাসিনার নেতৃত্বের বিরুদ্ধে চলমান ষড়যন্ত্রের ধারাবাহিকতা মাত্র। কেননা, তাঁর নেতৃত্বে উন্নয়ন, অর্জনে মাথা উঁচু করে দাঁড়ানো এক দেশ বাংলাদেশ। এ ফরমায়েশি প্রতিবেদন তাঁর বিরুদ্ধে দেশি-বিদেশি ষড়যন্ত্রের আরেকটি রূপ মাত্র। কেননা, শেখ হাসিনার সরকার অন্যায়, অনিয়ম আর দুর্নীতির বিরুদ্ধে অত্যন্ত কঠোর। ইতিমধ্যে সরকার শুদ্ধি অভিযানের মাধ্যমে দুর্নীতির বিরুদ্ধে ‘শূন্য সহিষ্ণুতা’ নীতি স্পষ্ট করছে। বাংলাদেশের আইন নিজস্ব গতিতে ও স্বাধীনভাবে চলছে। দুর্নীতি দমন কমিশন নিজস্ব আইনগত ক্ষমতা ও কর্তৃত্ব অনুযায়ী চাপমুক্ত হয়ে কাজ করছে। দলের নেতা-কর্মী বা প্রতিনিধিদের বিরুদ্ধে অভিযোগ উঠলেও কেউ ছাড় পাচ্ছে না। কাজেই কোনো ব্যক্তিবিশেষের দায়কে সরকারপ্রধানের সঙ্গে লিঙ্ক করা সাংবাদিকতার নীতিবোধকে প্রশ্নবিদ্ধ করে। এটি সঠিক সাংবাদিকতা নয়। বরং এটি সরকারের বিরুদ্ধে উদ্দেশ্যমূলক অপপ্রচারের বহিঃপ্রকাশ। সড়ক পরিবহনমন্ত্রী বলেন, বাংলাদেশের গণমাধ্যম স্বাধীনভাবে কাজ করছে, সরকারের সমালোচনাও করছে। দেশের এত ভাইব্রেন্ট এবং অ্যাকটিভ মিডিয়া যেখানে কোনো ধরনের তথ্য পায়নি, সেখানে আলজাজিরা টেলিভিশনে শেখ হাসিনাকে নিয়ে অসত্য তথ্য প্রচার অত্যন্ত নিন্দনীয়। তিনি আলজাজিরা টেলিভিশন কর্তৃপক্ষকে দেশবিরোধী অপশক্তির এজেন্ডা বাস্তবায়নে সহযোগী না হয়ে এ ধরনের উদ্দেশ্যমূলক, বিভ্রান্তিকর ও একপেশে প্রতিবেদন বন্ধের আহ্বান জানান। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, জনগণ শেখ হাসিনার পাশে রয়েছে। বিগত সময়ে এত অপপ্রচারের পরও চলমান পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থীদের বিপুল বিজয় তারই প্রমাণ।

সর্বশেষ খবর