মঙ্গলবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২১ ০০:০০ টা

চিকিৎসক হতে এসে ২১ নেপালি ছাত্র বিপাকে

ভাড়া বকেয়ায় রাতে বের করে দেওয়া হয় মেস থেকে

নিজস্ব প্রতিবেদক, রংপুর

মা-বাবার স্বপ্ন পূরণ করতে সুদূর নেপাল থেকে চিকিৎসক হতে রংপুরে এসেছেন ২১ ছাত্র। তারা ভর্তি হয়েছিলেন রংপুরের বেসরকারি নর্দান মেডিকেল কলেজ ও হাসপাতালে। কলেজ কর্তৃপক্ষ তাদের থাকতে দেন নগরীর হাজিপাড়া এলাকার নুরুল ইসলামের মেসে। ভাড়া বকেয়া থাকার কারণে রবিবার রাতে তাদের মেস থেকে বের করে দেওয়া হয়। পরে থানা পুলিশের সহায়তায় তারা মেসে উঠেন। ভর্তির সময় তারা সবাই মেস ভাড়া দিয়ে দিয়েছেন কর্তৃপক্ষকে। তারপরও কেন এই বিড়ম্বনা। প্রশ্ন তাদের। এদিকে রাতে ছাত্রদের বের করে দেওয়া, মাইগ্রেশনসহ কলেজের বিভিন্ন অনিয়মের প্রতিবাদে গতকাল দুপুরে নেপালি ছাত্রদের সঙ্গে সাধারণ শিক্ষার্থীরা রংপুর মেডিকেল কলেজের অধ্যক্ষের কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন। এ সময় তারা বিভিন্ন অনিয়মের বিষয় তুলে ধরেন।

নর্দান মেডিকেলের শেষ বর্ষের নেপালি ছাত্র সচিন ইয়াদপ,  বুদ্ধদেব ইয়াদপ ও বিকেশ গোয়েন দীর্ঘশ্বাস ছেড়ে গণমাধ্যমকে বলেন, ‘মা-বাবার স্বপ্ন পূরণ করতে এখানে পড়তে এসেছি। মেসে থাকি ২১ শিক্ষার্থী। এরমধ্যে ১০ জন নর্দান মেডিকেল থেকে এমবিবিএস পাস করেছেন। কিন্তু কলেজটির কাগজপত্র সঠিক না থাকায় কোথাও ইন্টার্নশিপ করতে পারছেন না। তারা আরও জানান, ভর্তির সময় কলেজ কর্তৃপক্ষ ২৬ থেকে ৩০ হাজার ডলার করে নিয়েছে। ভর্তির শর্তানুয়ায়ী থাকা-খাওয়ার যাবতীয় ব্যয়ভার বহন করবে কলেজ কর্তৃপক্ষ। কিন্তু মেস ভাড়া বকেয়া থাকার কারণে রবিবার রাতে আমাদের বের করে দেওয়া হয়।

সর্বশেষ খবর