রবিবার, ১৮ এপ্রিল, ২০২১ ০০:০০ টা

করোনা এক দিনে কেড়ে নিল আরও সাড়ে ১২ হাজার প্রাণ

প্রতিদিন ডেস্ক

বিশ্বব্যাপী করোনাভাইরাসের তান্ডব আরও বিধ্বংসী রূপ নিয়েছে। মাত্র এক দিনে এ ভাইরাস কেড়ে নিয়েছে আরও ১২ জাহার ৫৫২ জনের প্রাণ। নতুন করে রোগাক্রান্ত করেছে ৮ লাখ ৩০ হাজার ১০৭ জনকে। বিশ্বব্যাপী এ ভাইরাসে গতকাল সকাল পর্যন্ত প্রাণ গেছে ৩০ লাখ ১৪ হাজার ২৭৭ জনের। মোট আক্রান্তের সংখ্যা পৌঁছেছে ১৪ কোটি ৬০ লাখেরও বেশি জনে।

ওয়ার্ল্ডোমিটারসের হিসাব অনুযায়ী, করোনাভাইরাস বৈশ্বিক মহামারীতে এ পর্যন্ত বিশ্বের ২১৯টি দেশ ও অঞ্চল আক্রান্ত হয়েছে। এ পর্যন্ত সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃতের সংখ্যা যুক্তরাষ্ট্রে। সেখানে মোট আক্রান্তের সংখ্যা ৩ কোটি ২৩ লাখ ৫ হাজার ৯১২। মৃত্যু হয়েছে ৫ লাখ ৭৯ হাজার ৯৪২ জনের। আক্রান্তের হিসাবে দ্বিতীয় স্থানে রয়েছে ভারত। দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা ১ কোটি ৪৫ লাখ ২১ হাজার ৬৮৩। এর মধ্যে ১ লাখ ৭৫ হাজার ৬৭৩ জনের মৃত্যু হয়েছে। ব্রাজিলে আক্রান্তের সংখ্যা ১ কোটি ৩৮ লাখ ৩৪ হাজার ৩৪২। এর মধ্যে ৩ লাখ ৬৯ হাজার ২৪ জনের মৃত্যু হয়েছে।

ভারতের পরিস্থিতি : ভারতে করোনা সংক্রমণের ঊর্ধ্বগতি বেড়েই চলেছে। গতকাল সকালে কর্তৃপক্ষ জানিয়েছে, শুক্রবার ২৪ ঘণ্টায় নতুন করে আরও ২ লাখ ৩৪ হাজার ৬৯২ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এটিই দেশটিতে এক দিনে সর্বোচ্চ শনাক্তের ঘটনা। এ ছাড়া ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু হয়েছে ১ হাজার ৩৪১ জনের। দেশটির প্রায় সবগুলো রাজ্যেই দৈনিক আক্রান্তের সংখ্যা বাড়ছে। প্রতিদিনই বিভিন্ন রাজ্যে শনাক্তের নতুন রেকর্ড হচ্ছে। সংক্রমণের নিরিখে সবচেয়ে খারাপ অবস্থা মহারাষ্ট্রের। পিছিয়ে নেই পশ্চিমবঙ্গও। ভোটের মৌসুমে হু হু করে এ রাজ্যে বাড়ছে আক্রান্তের সংখ্যা। বিশেষজ্ঞরা বলছেন, মহামারী শেষ হয়ে গেছে মনে করে নেওয়া ভুল পদক্ষেপের মাশুল দিচ্ছে ভারত। ইন্ডিয়ান ইনস্টিটিউট অব সায়েন্স এডুকেশন অ্যান্ড রিসার্চের ইমিউন সিস্টেম গবেষক ড. ভিনেতা বাল বলেন, দীর্ঘমেয়াদি মহামারীর বিষয়টি কেউ গুরুত্ব দেয়নি। সূত্র : হিন্দুস্তান টাইমস, ইন্ডিয়ান এক্সপ্রেস।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর