রবিবার, ৩০ মে, ২০২১ ০০:০০ টা
মিতু হত্যা মামলা

সাবেক এসপি বাবুল ফেনী কারাগারে

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

আলোচিত মাহমুদা খানম মিতু হত্যা মামলার প্রধান আসামি সাবেক পুলিশ সুপার বাবুল আক্তারকে ফেনী কারাগারে স্থানান্তর করা হয়েছে। গতকাল সকালে কড়া নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে সাবেক এ পুলিশ সুপারকে ফেনী নিয়ে যাওয়া হয়।

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের জেলার দেওয়ান মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, ‘ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ পেয়ে শনিবার সকালে বাবুল আক্তারকে ফেনী কারাগারে স্থানান্তর করা হয়। এ মুহূর্তে এরচেয়ে বেশি তথ্য আমাদের কাছে নেই।’ একটি সূত্র জানায়, পুলিশে কর্মরত থাকাকালীন সময়ের নানান অভিযানে দুর্ধর্ষ অপরাধীদের গ্রেফতার করেছেন বাবুল আক্তার। এ আসামিদের অনেকে বর্তমানে চট্টগ্রাম কারাগারে বন্দী রয়েছেন। একই সঙ্গে স্ত্রী হত্যা মামলায় বাবুল আক্তারও চট্টগ্রাম কারাগারে বন্দী থাকায় নিরাপত্তা নিয়ে শঙ্কা রয়েছে। তাই কর্তৃপক্ষের নির্দেশে তাকে ফেনী জেলা কারাগারে স্থানান্তর করা হয়েছে। প্রসঙ্গত, ২০১৬ সালের ৫ জুন নগরীর জিইসির মোড় এলাকায় ছেলেকে স্কুল বাসে তুলে দিতে যাওয়ার পথে খুন হন সাবেক এসপি বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানম মিতু। এ ঘটনায় বাবুল আক্তার বাদী হয়ে নগরীর পাঁচলাইশ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। খুনের পাঁচ বছর পর পিবিআইর তদন্তে এ খুনের সঙ্গে বাবুল আক্তারেরই সংশ্লিষ্টতা পায়। পরে পুরনো মামলার চূড়ান্ত প্রতিবেদন দিয়ে নতুন করে মামলা দায়ের করা হয়। যাতে আসামি করা হয় বাবুল আক্তারসহ আটজনকে।

সর্বশেষ খবর