মঙ্গলবার, ১ জুন, ২০২১ ০০:০০ টা

উপকূলে ভয়ানক পরিবেশ বিপর্যয়

পানিতে দুর্গন্ধ, মরছে মাছ হাঁস-মুরগি

নিজস্ব প্রতিবেদক, খুলনা

ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে বাঁধ ভেঙে গত ছয় দিন ধরে লবণপানিতে তলিয়ে আছে খুলনার উপকূলের কয়রা-পাইকগাছার বিস্তীর্ণ এলাকা। এতে বিষাক্ত হয়ে পড়েছে ওই এলাকার পরিবেশ। লবণপানিতে এরই মধ্যে জমিতে থাকা ফসল, খড়কুটো, জলজ উদ্ভিদ ও পুকুর-ঘেরের মাছ পচে দুর্গন্ধ ছড়াচ্ছে। কালচে পানিতে ভেসে থাকা পোকামাকড় খেয়ে হাঁস-মুরগিও মরতে শুরু করেছে। বিভিন্ন এলাকায় মানুষের শরীরে চর্ম ও পানিবাহিত রোগ ছড়িয়েছে। জানা যায়, কয়রার শিমলার আউট গ্রামের খায়রুজ্জামান মিন্টু এবার সাড়ে ছয় বিঘা জমিতে চিংড়ি ও সাদা মাছ চাষ করেছেন। জলোচ্ছ্বাসে ঘেরের চিংড়ি মাছ ভেসে গেলেও লবণপানিতে রুই, কাতলা, তেলাপিয়াসহ কার্প জাতীয় মাছ মরে ভেসে উঠছে। এতে চারপাশে দুর্গন্ধ ছড়াচ্ছে। একই অবস্থা গ্রামে কয়েক শ মৎস্য ঘেরের। কয়রা উপজেলা মৎস্য কর্মকর্তা এস এম আলাউদ্দীন আহমেদ বলেন, স্থানীয় নদীতে ঘূর্ণিঝড়ের সময় লবণের মাত্রা ছিল ২৫ পিপিটির (পার্টস পার ট্রিলিয়ন) বেশি, যা স্বাভাবিকের চেয়ে দ্বিগুণ। বাঁধ ভেঙে নদীর লবণপানি লোকালয়ে ঢুকে পড়ায় অতিরিক্ত লবণাক্ততায় মিষ্টি পানির মাছ, মাছের পোনা মরছে। বিষাক্ত পানিতে হাঁসমুরগিও মরছে। বাধ্য হয়ে নামমাত্র মূল্যে অনেকে মুরগি, গরু-ছাগল বিক্রি করে দিয়েছেন। গ্রামের সিরাজুল ইসলাম বলেন, আইলার পর ৫-৬ বছর লবণপানিতে কোনো কৃষি হয়নি। আবারও ফসলি জমিতে লবণপানি প্রবেশ করায় ভুট্টা, সবজিসহ সব কৃষি নষ্ট হয়ে গেছে। এদিকে এলাকায় সুপেয় পানির অভাবে দুর্গন্ধযুক্ত পানি হাত- মুখ ও কাপড় ধোয়ার কাজে ব্যবহার করায় চর্মরোগ ছড়িয়েছে। কয়রার মহারাজপুর, কালনা, শিমলার আউট, অন্তাবুনিয়াসহ বিভিন্ন গ্রামে পরিবেশ দূষণ চরমে পৌঁছেছে। খেজুরডাঙ্গা সাইক্লোন শেল্টারে থাকা বৃদ্ধ আনছার হাওলাদারসহ অনেকে ডায়রিয়া ও চর্মরোগে আক্রান্ত হয়েছেন। কিন্তু এসব স্থানে চিকিৎসক বা স্বাস্থ্যকর্মীদের দেখা মেলিনি। এদিকে পচা পানির দুর্গন্ধে পরিবেশ ভারী হওয়ায় উদ্বিগ্ন হয়ে পড়েছেন এখানকার মানুষ। অনেকে মরা মাছ, হাঁস-মুরিগ মাটিচাপা দিতে শুরু করেছেন। কয়রা উপজেলা নির্বাহী কর্মকর্তা অনিমেষ বিশ্বাস বলেন, পানি না কমলে পরিস্থিতি স্বাভাবিক হবে না। তিনি বলেন, অসুস্থদের চিকিৎসায় স্বাস্থ্যসেবা জোরদার করতে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাকে নির্দেশ দেওয়া হয়েছে। তারা এর মধ্যে স্বাস্থ্যসেবা কার্যক্রম শুরু করেছেন।

সর্বশেষ খবর