মঙ্গলবার, ১ জুন, ২০২১ ০০:০০ টা
সংসদ ভবনে হামলার পরিকল্পনা

জবানবন্দি দিলেন আমির হামজা

আদালত প্রতিবেদক

রাজধানীর শেরেবাংলা নগর থানায় করা সন্ত্রাসবিরোধী আইনের মামলায় মুফতি আমির হামজা সংসদ ভবনে জঙ্গি হামলা পরিকল্পনার কথা স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছেন। গতকাল ঢাকা মহানগর হাকিম মোর্শেদ আল মামুন ভূইয়া আসামির জবানবন্দি রেকর্ড করার আবেদন করে               তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এর আগে পাঁচ দিনের রিমান্ড শেষে মুফতি আমির হামজাকে আদালতে হাজির করে তার জবানবন্দি রেকর্ড করার আবেদন করে পুলিশ। পুলিশ জানায়, আসামি আমির হামজা বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে উগ্রবাদমূলক প্রচার চালিয়ে আসছিলেন। তার উগ্রবাদমূলক প্রচারণায় উদ্বুদ্ধ হন আসামি আবু সাকিবসহ অন্যরা। এ ঘটনায় ২৪ মে কুষ্টিয়া সদর উপজেলার পাটিকাবাড়ী ইউনিয়নের ডাবিরাভিটা গ্রামের বাড়ি  থেকে আমির হামজাকে গ্রেফতার করা হয়। মামলা সূত্রে জানা গেছে, জাতীয় সংসদ ভবনে তলোয়ার নিয়ে হামলা পরিকল্পনার মামলায় ৫ মে শেরেবাংলা নগর এলাকা  থেকে আবু সাকিব নামের এক আসামিকে গ্রেফতার করে সিটিটিসি ইউনিট। পরে হামলার পরিকল্পনায় প্ররোচনার অভিযোগে আলী হাসান ওসামা নামের আরেক আসামিকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় পুলিশের পক্ষ থেকে রাজধানীর  শেরেবাংলা নগর থানায় মামলা করা হয়। এ মামলায় আবু সাকিব আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দিও  দেন। আসামি সাকিব মোবাইল ফোনে উগ্রবাদ বার্তা সংবলিত ভিডিও প্রচারকারী আলী হাসান উসামা, মাহমুদুল হাসান গুনবী, আমির হামজা, হারুন ইজহার প্রমুখ ব্যক্তির উগ্রবাদী জিহাদি হামলার বার্তা সংবলিত ভিডিও দেখে উগ্রবাদে আসক্ত হয় বলে জানায়।

সর্বশেষ খবর