সোমবার, ৫ জুলাই, ২০২১ ০০:০০ টা

৯৪ শতাংশ ক্যান্সার রোগীর শরীরে কার্যকর করোনা টিকা : গবেষণা

নিজস্ব প্রতিবেদক

কভিড টিকা ক্যান্সার আক্রান্ত রোগীদের ক্ষেত্রে ৯৪ শতাংশ পর্যন্ত কার্যকর বলে গবেষকরা বলছেন। সাম্প্রতিক এক গবেষণায় বলা হয়েছে, করোনা টিকা ৯৪ শতাংশ ক্যান্সার আক্রান্ত রোগীদের শরীরে কার্যকরী। ৬ শতাংশ ঝুঁকিপূর্ণ রোগীদের শরীরে করোনা টিকার কোনো প্রভাব লক্ষ্য করেননি বিশেষজ্ঞরা।

ক্যান্সার সেল জার্নালে প্রকাশিত এক প্রতিবেদনে জানানো হয়েছে, করোনা টিকা ক্যান্সার রোগীদের শরীরে যথেষ্ট পরিমাণ অ্যান্টিবডি তৈরি করতে সক্ষম। আমেরিকার গবেষকরা জানিয়েছেন, টিকা নেওয়ার তিন থেকে চার সপ্তাহ পরে ক্যান্সার রোগীদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা আরও বেড়ে উঠেছে। গবেষণার জন্য ১৩১ জন ক্যান্সার রোগীকে নিয়ে পরীক্ষা করা হয়েছে। যাদের মধ্যে শুধু ৬ শতাংশ রোগীর শরীরে করোনা টিকার কোনো কার্যকারিতা দেখা যায়নি। তবে ডেল্টা প্রজাতির সংক্রমণ রুখতে এই টিকা ক্যান্সার রোগীদের শরীরে কতটা কাজ করবে, তা নিয়ে এখনো গবেষণা চলছে। কিন্তু ঝুঁকিপূর্ণ যে সব রোগীর শরীরে টিকা নেওয়ার পর যথেষ্ট পরিমাণে অ্যান্টিবডি তৈরি হয়নি, তাদের কি তৃতীয় ডোজ নেওয়ার প্রয়োজনীয়তা রয়েছে? এ বিষয়ে বিশেষজ্ঞরা জানান, বহু দেশে করোনা টিকার ঘাটতি রয়েছে। সেখানে করোনা টিকার একটি ডোজ কার্যকরী বলেই ঘোষণা করা হয়েছে। কিন্তু ক্যান্সার রোগীদের ক্ষেত্রে করোনার একটি ডোজ যথেষ্ট নয়।

সর্বশেষ খবর