করোনা মহামারীতে দেশের ক্রান্তিলগ্নে মানুষের সুরক্ষায় নরসিংদীতে কভিড ডেডিকেটেড হাসপাতালের জন্য ১০০ অক্সিজেন সিলিন্ডার প্রদান করেছে বসুন্ধরা গ্রুপ। গতকাল বিকাল ৪টায় নরসিংদী জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে বসুন্ধরা গ্রুপের পক্ষ থেকে কভিড ডেডিকেটেড হাসপাতালের জন্য ১০০ অক্সিজেন সিলিন্ডার প্রদান করা হয়। বসুন্ধরা গ্রুপের এক্সিকিউটিভ ডিরেক্টর ও ল্যান্ড ডেভেলপমেন্টের প্রধান সমন্বয়ক মাহবুবুর রহমান তুহিন এসব সিলিন্ডার জেলা প্রশাসক আবু নইম মোহাম্মদ মারুফ খানের কাছে হস্তান্তর করেন।
বসুন্ধরা গ্রুপের এক্সিকিউটিভ ডিরেক্টর ও ল্যান্ড ডেভেলপমেন্টের প্রধান সমন্বয়ক মাহবুবুর রহমান তুহিন বলেন, ‘দেশের মানুষের প্রতিটি সংকটময় মুহূর্তে বসুন্ধরা গ্রুপ মানুষের পাশে ছিল। এরই ধারাবাহিকতায় করোনা মহামারীতে মানুষের সুরক্ষায় প্রান্তিক জনগোষ্ঠীকে খাদ্যদ্রব্য দিয়ে সহায়তা করা হয়েছে। কভিড ফ্রন্টলাইনারদের হ্যান্ড স্যানিটাইজারসহ বিভিন্ন সুরক্ষাসামগ্রী দেওয়া হয়েছে। এ মুহূর্তে হাসপাতালগুলোয় অক্সিজেনের ঘাটতি মেটাতে বসুন্ধরা গ্রুপ এগিয়ে এসেছে। দেশেরে বিভিন্ন জেলায় অক্সিজেন সরবরাহ করা হচ্ছে।’
জেলা প্রশাসক বসুন্ধরা গ্রুপকে ধন্যবাদ জানিয়ে বলেন, ‘সারা দেশের মতো নরসিংদীতেও বর্তমানে করোনা রোগীর সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। আমাদের কভিড হাসপাতালে আসনের তুলনায় রোগী বেশি। করোনা রোগীদের চিকিৎসার জন্য অক্সিজেন আবশ্যক। হাসপাতালে সেন্ট্রাল অক্সিজেন না থাকায় আমাদের অক্সিজেন সিলিন্ডার দিয়ে রোগীদের চিকিৎসা করতে হচ্ছে। কিন্তু হাসপাতালে অক্সিজেন সিলিন্ডারের অভাব রয়েছে। বর্তমান করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে বসুন্ধরা গ্রুপের অক্সিজেন সিলিন্ডার নরসিংদী জেলায় করোনা মোকাবিলায় ভূমিকা রাখবে। করোনা পরিস্থিতিতে প্রাপ্ত এ সিলিন্ডারগুলো জেলা সদরসহ উপজেলার হাসপাতালগুলোয় প্রয়োজন অনুযায়ী ব্যবহার করা হবে।’সিলিন্ডার হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নরসিংদীর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মুশফিকুর রহমান, সিভিল সার্জন মো. নূরুল ইসলাম, বসুন্ধরা গ্রুপের নির্বাহী পরিচালক নাজমুল আলম ভূঁইয়া ও জিএম (টাউন প্ল্যানার) মোহাম্মদ মামুনুর রশিদ প্রমুখ।