কয়েক মাস ধরে টানা বাড়ছে তালিকাভুক্ত বেশির ভাগ কোম্পানির শেয়ারের দাম। মাত্র এক মাসের ব্যবধানে প্রায় ১ হাজার পয়েন্ট বেড়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক। প্রতিদিন গড় লেনদেনের পরিমাণ প্রায় ৩ হাজার কোটি টাকায় পৌঁছেছে। বেশির ভাগ কোম্পানির শেয়ারদর বৃদ্ধি পাওয়ায় বাজার মূলধন দাঁড়িয়েছে ৫ লাখ ৮৬ হাজার কোটি টাকার বেশি। ২০১০ সালে ভয়াবহ ধসের পর শেয়ারবাজারের এমন চাঙা ভাব আর দেখা যায়নি। বাজারের এই চাঙা ভাবে সাধারণ বিনিয়োগকারীদের মধ্যে আশাবাদ জেগেছে। তবে আশাবাদের সঙ্গে বাজারে ঝুঁকিও বাড়ছে বলে মনে করছেন বাজার-সংশ্লিষ্টরা এবং বিশ্লেষকরাও। তারা বলছেন, সবাইকে সতর্কতার সঙ্গে বিনিয়োগ করতে হবে। নিয়ন্ত্রক কর্তৃপক্ষকেও কঠোর নজরদারি রাখতে হবে।
► খুশি কত দিন, নজর রাখতে হবে