শনিবার, ২৩ অক্টোবর, ২০২১ ০০:০০ টা
ঐতিহ্য

চুরি হলো শিবচরের শতবর্ষী বিশাল ডেগ

মাদারীপুর প্রতিনিধি

চুরি হলো শিবচরের শতবর্ষী বিশাল ডেগ

চুরি হয়ে গেছে মাদারীপুরের শিবচরের শতবর্ষী প্রাচীন নিদর্শন বিশাল আকৃতির ডেগটি। বৃহস্পতিবার দিবাগত মধ্য রাতে বিশাল আকৃতির ডেগটি চুরি করে নিয়ে যায় চোরেরা। স্থানীয় একটি বাড়ির সিসি ক্যামেরার অস্পষ্ট ফুটেজে দেখা  গেছে, ভোর রাত ৩টার দিকে ব্যাটারিচালিত ভ্যানে কাপড়ে ঢাকা ডেগসদৃশ কিছু একটা নিয়ে যাচ্ছে তিন/চারজন লোক। ধারণা করা হচ্ছে, ভ্যানে করেই ডেগটি চুরি করে নিয়ে যায় চোরেরা। শিবচরের দত্তপাড়া ইউনিয়নের মগড়া পুকুরপাড় গ্রামের খবির উদ্দিন মৌলভীর নাতি হাবিব মুন্সী বলেন, ‘ফজরের সময় মসজিদে এসে দেখি ডেগটি নেই। এটি যেখানে রাখা ছিল ওই ঘরের একটি খুঁটি ভেঙে ডেগটি বের করেছে। এই ডেগটি ১০০ বছর আগের। মসজিদের পাশেই রাখা ছিল। অনেক দূর থেকে অসংখ্য মানুষ ডেগটি দেখতে আসতেন।’ তিনি জানান, আধ্যাত্মিক শক্তিসম্পন্ন মরহুম মাওলানা খবির উদ্দিন আহমেদ আল কাদেরী প্রায় ১০০ বছর আগে বাগদাদ থেকে এই ডেগটি এনেছিলেন। তার মাজারের পাশে খোলা ঘরে এই ডেগটি রাখা ছিল দর্শনার্থীদের জন্য। বিশাল এই ডেগটি দেখতে দূর-দূরান্ত থেকে লোকজন আসতেন। ডেগটির ওপর খোদাই করে লেখা ছিল- ‘ডেগ ওরুচে পিরানে পীর সৈয়দ আবদুল কাদের জিলানী ... গোলাম ফকির শ্রী মৌলবি খবির উদ্দিন কাদেরী, সাং-উৎরাইল, সন-১৩১৯।’ বাকি লেখাটুকু অস্পষ্ট ছিল। এই লেখা দেখেই ধারণা করা হয় এটি বাগদাদ থেকে আনা। স্থানীয়রা জানান, ডেগটির উচ্চতা ৩ ফুট ৬ ইঞ্চি। চারপাশের আয়তন ১৪৮ ইঞ্চি। ডেগের ওপর দিকে কাঁধ বরাবর চারকোণে চারটি রিং রয়েছে। যার ওজন প্রায় ৪ কেজি করে। ডেগটি স্থানান্তরের জন্য পূর্ণবয়স্ক ১৪ থেকে ১৫ জন লোক লাগত এবং কমপক্ষে ৯/১০ মণ খিচুড়ি এই ডেগের মধ্যে রাখা যেত। দত্তপাড়া ইউনিয়ন যুবলীগের সভাপতি জিয়াউল মাতুব্বর বলেন, ‘এই ঐতিহ্যবাহী ডেগটি চুরি হওয়ায় এলাকাবাসী ভারাক্রান্ত।’ শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মিরাজ হোসেন বলেন, ‘খবর পেয়ে পুলিশের একাধিক টিম ঘটনাস্থলে যায়। সকাল থেকেই পুলিশ ডেগ উদ্ধারে কাজ করছে।’

সর্বশেষ খবর