রবিবার, ১২ ডিসেম্বর, ২০২১ ০০:০০ টা

আতঙ্কিত নয়, সাবধান হতে হবে

ডা. মুজাহেরুল হক

আতঙ্কিত নয়, সাবধান হতে হবে

বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের সাবেক উপদেষ্টা প্রফেসর ডা. মুজাহেরুল হক বলেছেন, ওমিক্রন এমন একটা ভ্যারিয়েন্ট যা করোনার অন্য ভ্যারিয়েন্টগুলো থেকে ছয় গুণ বেশি সংক্রমিত করে। খুব দ্রুত ছড়িয়ে পড়ে। এ জন্য বিশ্ব স্বাস্থ্য সংস্থা এটাকে বলেছে, ‘কজ অব কনসার্ন’- অর্থাৎ এটাকে অবশ্যই বিবেচনায় নিতে হবে। স্বস্তির বিষয় হচ্ছে, এ ভ্যারিয়েন্টে আক্রান্ত হলে খুব বেশি উপসর্গ প্রকাশ পাবে না। হয়তো সাধারণ ওষুধেই ভালো হয়ে যাবে। তবে বৃদ্ধ ও দীর্ঘমেয়াদি রোগে আক্রান্তদের জন্য ওমিক্রন মৃত্যু ডেকে আনতে পারে। গতকাল বাংলাদেশ প্রতিদিনকে তিনি আরও বলেন, আগের ভ্যারিয়েন্টগুলোর মধ্যে আলফা চারবার, বিটা ছয়বার, ডেল্টা সাতবার ও গামা আটবার মিউটেশন ঘটায়। ওমিক্রন ৩০ বার মিউটেশন ঘটিয়েছে। ছয় গুণ বেশি সংক্রমণ ঘটায়। এ জন্য এটাকে একটা ব্যতিক্রমী ভ্যারিয়েন্ট বলা হচ্ছে। তবে আমাদের স্বস্তির জায়গা হচ্ছে, এ ভ্যারিয়েন্টে আক্রান্ত হলে হয়তো একটু জ্বর আসবে, শরীর কাঁপবে, কাশি হবে, কিছুটা গায়ে ব্যথা হতে পারে। হয়তো সাধারণ ওষুধেই ভালো হয়ে যাবে। এটা নিয়ে গবেষণা শুরু হয়েছে। ফলাফল এলে সে অনুযায়ী পদক্ষেপ নিতে হবে।

তিনি বলেন, যেহেতু অন্যগুলো থেকে ওমিক্রনের সংক্রমণ ক্ষমতা ছয় গুণ বেশি এবং উপসর্গগুলো খুবই অল্প মাত্রায়, তাই এটাকে বলা হচ্ছে, ‘কজ অব কনসার্ন, বাট নট কজ অব প্যানিক।’ আমাদের ভয় পাওয়ার কিছু নেই, তবে সংক্রমণ হার যেহেতু ছয় গুণের বেশি, তাই সতর্ক হতে হবে। এটার সবচেয়ে খারাপ দিক হচ্ছে, এটা বয়স্ক মানুষ ও দীর্ঘমেয়াদি রোগে আক্রান্তদের ক্ষেত্রে সিভিয়ারও হতে পারে। মৃত্যু পর্যন্ত ঘটাতে পারে। এ জন্য এ মানুষগুলোকে অবশ্যই দুই ডোজ টিকা দিতে হবে এবং বুস্টার ডোজের সময় এলে সেটা দিতে হবে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর