বৃহস্পতিবার, ১৬ ডিসেম্বর, ২০২১ ০০:০০ টা

খালেদা জিয়ার অবস্থার ফের অবনতি

৩২ জেলায় সমাবেশ করবে বিএনপি

নিজস্ব প্রতিবেদক

লিভার সিরোসিসে আক্রান্ত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার আবারও অবনতি হয়েছে। তাঁর শরীরের বিভিন্ন প্যারামিটার নিচের দিকে নেমে গেছে। কমে গেছে হিমোগ্লোবিনের মাত্রা। এতদিন হিমোগ্লোবিন কমে যাওয়ার পর রক্ত দিয়ে তার মাত্রা বাড়ানো হলেও বর্তমানে অতিরিক্ত রক্ত দেওয়াটাও তাঁর শরীরের জন্য ঝুঁকিতে পরিণত হয়েছে। এতে পরিপাকতন্ত্রে রক্তক্ষরণ বেড়ে যাচ্ছে। ফলে এখন আর যখন তখন রক্ত দেওয়াও সম্ভব হচ্ছে না। ওষুধপত্র দিয়েই হিমোগ্লোবিন বাড়ানোর চেষ্টা চলছে। বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক ও দলের ভাইস-চেয়ারম্যান অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন গত রাতে বাংলাদেশ প্রতিদিনকে এ তথ্য জানান। খালেদা জিয়ার বর্তমান অবস্থাতি সম্পর্কে তিনি বলেন, ‘দেশের এই চলমান চিকিৎসায় তাঁর সুস্থ হয়ে ওঠার কোনো সম্ভাবনা নেই। কাজেই তাঁর অবস্থাকে ভালো বলারও কোনো সুযোগ নেই।’

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ প্রসঙ্গে জানান, বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার চরম অবনতি হয়েছে। শরীরের হিমোগ্লোবিন কমে গেছে। অন্য প্যারামিটারগুলোও নিচের দিকে নেমে যাচ্ছে। ১৩ নভেম্বর বেগম খালেদা জিয়াকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়।

৩২ জেলায় সমাবেশ করবে বিএনপি : চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিদেশে সুচিকিৎসার দাবিতে ৩২ জেলায় সমাবেশের ঘোষণা দিয়েছে বিএনপি। ২২ থেকে ৩০ ডিসেম্বর পর্যন্ত এসব সমাবেশ হবে। গতকাল দুপুরে রাজধানীর গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ কর্মসূচি ঘোষণা করেন। এতে দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান, ইকবাল হাসান মাহমুদ টুকু, ঢাকা মহানগরী দক্ষিণ বিএনপির আহ্বায়ক আবদুস সালাম, উত্তরের আহ্বায়ক আমানউল্লাহ আমান প্রমুখ উপস্থিত ছিলেন।

মির্জা ফখরুল বলেন, ‘দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি ও তাঁকে সুচিকিৎসার জন্য বিদেশে পাঠানোর দাবিতে আমরা জেলা পর্যায়ে সমাবেশ করার সিদ্ধান্ত নিয়েছি। ২২ ডিসেম্বর এ কর্মসূচি শুরু হবে, চলবে ৩০ ডিসেম্বর পর্যন্ত। এসব সমাবেশ সফল করার লক্ষ্যে জাতীয় পর্যায়ে বেশ কয়েকটি টিম গঠন করা হয়েছে। যার তালিকা গণমাধ্যমকে পরে জানিয়ে দেওয়া হবে।’

কর্মসূচির প্রথম দিন টাঙ্গাইল, যশোর, দিনাজপুর, বগুড়া, হবিগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়ায় সমাবেশ হবে। স্থায়ী কমিটির সদস্যদের নেতৃত্বে কেন্দ্রীয় নেতারা এসব সমাবেশ সমন্বয় করবেন। বিএনপি মহাসচিব টাঙ্গাইলের জনসভায় অংশ নেবেন।

২২, ২৪ ও ২৬ ডিসেম্বর বিভিন্ন বিভাগের জেলা সদরে প্রতিদিন ছয়টি এবং ২৮ ও ৩০ ডিসেম্বর প্রতিদিন সাতটি করে সমাবেশ হবে।

বেগম খালেদা জিয়াকে সুচিকিৎসার জন্য বিদেশে পাঠানোর দাবিতে ইতিমধ্যে সারা দেশে মানববন্ধন, সমাবেশ, গণঅনশন, জেলা প্রশাসক কার্যালয়ে স্মারকলিপি প্রদান কর্মসূচি পালন করেছে বিএনপি।

সর্বশেষ খবর