বৃহস্পতিবার, ২৭ জানুয়ারি, ২০২২ ০০:০০ টা

দেশের মানুষের এখন খারাপ সময় যাচ্ছে : ফখরুল

নিজস্ব প্রতিবেদক

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ৭৫তম জন্মদিন ছিল গতকাল। তাঁর অনুভূতি জানতে চাইলে বিএনপির এই মুখপাত্র বাংলাদেশ প্রতিদিনকে বলেন, আমার জীবন ফুরিয়ে আসছে। জীবনটাকে সুন্দরই মনে হয়েছে। যদিও বাংলাদেশের মানুষের এখন খারাপ সময় যাচ্ছে। তবু আশা করি এ দেশ ও দেশের মানুষের জন্য আগামীতে শুভদিন আসবে। মানুষের কাক্সিক্ষত গণতন্ত্র ফিরে আসবে। জনগণের জীবন সুখময় হয়ে উঠবে। অবসান হবে সব অনিয়ম-অব্যবস্থাপনার।

তিনি বলেন, ৭৫ বছরে পা দিলাম। বলতে পারেন একটা লং জার্নি। এ জীবনে বহু পরিবর্তন দেখেছি, দেশের পরিবর্তন লক্ষ্য করেছি। বহু জীবন দেখেছি। অনুপ্রাণিত হয়েছি। বেঁচে থাকার অর্থ খুঁজে পেয়েছি। যদিও দেশের মানুষের খারাপ সময় যাচ্ছে। তবু মনে হয়েছে এ ৭৪ বছরের জীবনের অভিজ্ঞতা থেকে বলছি, এই সংগ্রামী মানুষ কখনো পরাজিত হয়নি। তাই আশার আলো দেখি। বিশ্বাস করি পরিবর্তন আসবেই। মানুষ ভালো থাকবে। মাত্র কয়েকদিন আগেই করোনার ধকল সামলে সেরে উঠেছেন বিএনপি মহাসচিব। স্ত্রী রাহাত আরা বেগমও একসঙ্গে করোনায় আক্রান্ত হয়েছিলেন। মির্জা ফখরুল জানান, অস্ট্রেলিয়া প্রবাসী বড় মেয়ে মির্জা শামারুহ প্রথম তাঁকে জন্মদিনের শুভেচ্ছা জানান। বিএনপি নেতা-কর্মীরাও তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন।

 

সর্বশেষ খবর