রবিবার, ৩০ জানুয়ারি, ২০২২ ০০:০০ টা

অ্যাসিডে ঝলসে গেল তরুণীর মুখ

মানিকগঞ্জ প্রতিনিধি

মানিকগঞ্জে সাথী আক্তার (১৯) নামে এক পোশাক শ্রমিক অ্যাসিড সন্ত্রাসের শিকার হয়েছে। ঝলসে গেছে তার মুখমণ্ডল ও দুই হাত। তিনি মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার ধানকোড়া ফেরাজীপাড়ার পোশাক কারখানার শ্রমিক। জানা গেছে, শুক্রবার মধ্য রাতে ঘুমের মধ্যে ঘরের ভাঙা জানালা দিয়ে তার ওপর অ্যাসিড ছুড়ে মারা হয়। গুরুতর আহতাবস্থায় দ্রুত তাকে মানিকগঞ্জ জেলা হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থা গুরুতর বলে গতকাল দুপুরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে স্থানান্তর করা হয়েছে।

ভুক্তভোগীর পরিবার সূত্রে জানা গেছে, পোশাক কর্মী সাথী আক্তারের বাবা আবদুস সাত্তার একজন বাকপ্রতিবন্ধী, মা গৃহিণী। দুই বছর আগে মানিকগঞ্জ সদর উপজেলার বেতিলা গ্রামের নিজাম উদ্দিনের ছেলে নাঈমের সঙ্গে বিয়ে হয় সাথীর। বনিবনা না হওয়ায় তাদের বিয়ে বিচ্ছেদ হয়। তবে নাঈম পুনরায় সংসার না করলে সাথীকে মেরে ফেলার হুমকি দেয়। এর মধ্যে শুক্রবার মধ্য রাতে নাঈম ঘরের ভাঙা জানালা দিয়ে অ্যাসিড ছুড়ে দেয় বলে অভিযোগ সাথীর পরিবারের। সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আশরাফুল আলম জানান, নাঈমকে আসামি করে মেয়ের মামা থানায় মামলা দায়ের করেছেন। এ ব্যাপারে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 

সর্বশেষ খবর