রবিবার, ৩০ জানুয়ারি, ২০২২ ০০:০০ টা

জিপিএ-৫ পেয়েও ১২ হাজার শিক্ষার্থী একাদশে ভর্তির সুযোগ পাননি

প্রথম পর্যায়ে ফল প্রকাশ

নিজস্ব প্রতিবেদক

একাদশ শ্রেণিতে ভর্তিতে প্রথম পর্যায়ে নির্বাচিত শিক্ষার্থীদের ফল প্রকাশ করা হয়েছে। গতকাল সন্ধ্যায় কলেজ ভর্তি বিষয়ক ওয়েবসাইটে (http://xiclassadmission.gov.bd/) এই ফল প্রকাশ করা হয়। এতে প্রথম ধাপে ১৪ লাখ ৫৭ হাজার ২২৬ জন শিক্ষার্থী একাদশ শ্রেণিতে ভর্তির জন্য মনোনীত হয়েছেন। তবে এসএসসি ও সমমানে জিপিএ-৫ পেয়েও ১২ হাজার ১৬০ জন শিক্ষার্থী  কোন কলেজে একাদশ শ্রেণিতে ভর্তির সুযোগ পাননি। ওয়েবসাইট থেকে ফল জানার পাশাপাশি শিক্ষার্থীদের মোবাইলে এসএমএসও পাঠানো হবে শিক্ষাবোর্ডের পক্ষ থেকে। আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাব কমিটির কলেজ পরিদর্শক অধ্যাপক আবু তালেব মো. মোয়াজ্জেম হোসেন গতকাল বাংলাদেশ প্রতিদিনকে বলেন, একাদশ শ্রেণিতে ভর্তির জন্য সারা দেশে ১৫ লাখ ৭৬ হাজার ১৩১ জন ভর্তিচ্ছু আবেদন করেন। প্রথম ধাপে ১৪ লাখ ৫৭ হাজার ২২৬ জন শিক্ষার্থী একাদশ শ্রেণিতে ভর্তির জন্য মনোনীত হয়েছেন। আসন সীমিত থাকায় ও ভালোমানের কলেজগুলোতে বেশি আবেদন হওয়ায় ১ লাখ ১৯ হাজার আবেদনকারী প্রথম ধাপে ভর্তি থেকে বঞ্চিত হয়েছেন। এর মধ্যে জিপিএ-৫ ধারী ১২ হাজার ১৬০ জন শিক্ষার্থী প্রথম দফায় ভর্তির সুযোগ পাননি। ভর্তির জন্য প্রথম দফায় নির্বাচিতদের আজ থেকে ৬ ফেব্রুয়ারি রাত ৮টার মধ্যে প্রাথমিক নিশ্চায়ন করতে হবে। শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি হতে হবে ১৯ ফেব্রুয়ারি থেকে ২৪ ফেব্রুয়ারির মধ্যে। আগামী ২ মার্চ কলেজগুলোতে একাদশ শ্রেণির ক্লাস শুরু হবে।

সর্বশেষ খবর