রবিবার, ৩০ জানুয়ারি, ২০২২ ০০:০০ টা

কাল ষষ্ঠ ধাপের ইউপি নির্বাচন

নিজস্ব প্রতিবেদক

কাল ষষ্ঠ ধাপে ২১৯ ইউনিয়ন পরিষদের ভোট। বিগত পাঁচ ধাপের নির্বাচনে ব্যাপক সংঘাত-সহিংসতা ও প্রাণহানির পর এ ধাপের ভোট নিয়ে শঙ্কা-উৎকণ্ঠায় রয়েছেন ভোটার ও প্রার্থীরা। সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত টানা ভোট গ্রহণ করা হবে। এ ধাপের সব কটি ইউপিতেই ইভিএমে ভোট গ্রহণ করা হবে।

এ ছাড়া ৭ ফেব্রয়ারি ১৩৮ ও ১০ ফেব্রুয়ারি ৮ ইউপিতে ভোটের মধ্য দিয়ে ইউপি নির্বাচন শেষ হবে। এরপর ১৪ ফেব্রুয়ারি বিদায় নেবে বর্তমান নির্বাচন কমিশন।

বিগত পাঁচ ধাপের নির্বাচনে জাল ভোট, ব্যালট পেপার ছিনতাই, বোমা হামলা ও গোলাগুলি হয়েছে। এবারের ভোট নিয়েও আতঙ্কিত ভোটাররা। কেন্দ্রে যেতে ভয় পাচ্ছেন তারা। সংঘর্ষ হচ্ছে বিভিন্ন এলাকায়। ভাঙচুর হচ্ছে বাড়িঘর, নির্বাচনী ক্যাম্প। হত্যার হুমকি দেওয়া হচ্ছে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের। পাল্টাপাল্টি অভিযোগ করছেন আওয়ামী লীগ ও দলের বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থীরা। মেম্বার প্রার্থীরাও নিজ নিজ এলাকায় আধিপত্য বিস্তারে সংঘাত করছেন। তাই ভোট নিয়ে আতঙ্ক সর্বত্র।

 

সর্বশেষ খবর