বুধবার, ১৪ সেপ্টেম্বর, ২০২২ ০০:০০ টা

নম্বর আর সময়ে সমন্বয় করতে হবে

কামরুন নাহার

নম্বর আর সময়ে সমন্বয় করতে হবে

ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ কামরুন নাহার বলেছেন, পরিবর্তিত সময়সূচি ও পুনর্বিন্যস্ত সিলেবাস অনুযায়ী পরীক্ষার জন্য প্রস্তুত আছে শিক্ষার্থীরা। আশা করছি তাদের পরীক্ষাও ভালো হবে, ফলাফলও ভালো হবে। এ পরীক্ষায় সময় তিন ঘণ্টা থেকে দুই ঘণ্টা হয়েছে। নম্বর কিছুটা কমিয়ে আনা হয়েছে। এই নম্বর ও সময়ের মধ্যে সমন্বয় করতে হবে পরিক্ষার্থীদের। গতকাল বাংলাদেশ প্রতিদিনের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি। তিনি বলেন, এ মুহূর্তে পরীক্ষার্থীদের কোনো দুশ্চিন্তা করা যাবে না। পুনর্বিন্যস্ত সিলেবাস, নতুন নম্বর বিন্যাস ও সময় বিভাজন- এগুলোর সঙ্গে তাদের সমন্বয় করে নিতে হবে। তাহলে পরীক্ষায় কোনো চাপ পড়বে না। বন্যা পরিস্থিতির কারণে পরীক্ষা পেছানো হয়েছিল। এতে পরীক্ষায় কোনো নেতিবাচক প্রভাব পড়বে বলে মনে করি না। কারণ তারা পরীক্ষার জন্য অনেক আগে থেকেই প্রস্তুত হয়ে আছে। যে কোনো পরিস্থিতি, পরিবেশে খাপ খাইয়ে নিতে হবে আমাদের। প্রতি বছরের নির্ধারিত সময়ের বেশ কয়েক মাস পরে আগামীকাল থেকে পরীক্ষা শুরু হচ্ছে এসএসসি ও সমমানের। আমাদের শিক্ষার্থীরা এ সূচির সঙ্গে খাপ খাইয়ে নিয়েছে বলে মনে করি। অধ্যক্ষ বলেন, বেশ কয়েকটি বিষয়ে পরীক্ষা নেওয়া হচ্ছে না। সেগুলোতে সাবজেক্ট ম্যাপিং করে নম্বর দেওয়া হবে। বিশেষজ্ঞরা চিন্তা-ভাবনা করেই এ ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছেন। আমি মনে করি ছাত্র-ছাত্রীদের ফলাফলে এটি কোনো নেতিবাচক প্রভাব ফেলবে না।

সর্বশেষ খবর