বুধবার, ১২ অক্টোবর, ২০২২ ০০:০০ টা

সড়ক অবরোধ ভিকারুননিসা ছাত্রীদের

নিজস্ব প্রতিবেদক

সড়ক অবরোধ ভিকারুননিসা ছাত্রীদের

রাজধানীর ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের ধানমন্ডি শাখার ছাত্রীরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন। স্থায়ী ক্যাম্পাসের দাবিতে গতকাল দুপুর ১২টা থেকে তারা বিক্ষোভ শুরু করেন। এতে মিরপুর রোডে যান চলাচল বন্ধ হয়ে যায়।

ছাত্রীদের সঙ্গে কয়েকজন অভিভাবকও এ কর্মসূচিতে অংশ নেন। এর আগে তাঁরা স্কুলের সামনে মানববন্ধনও করেন। অধ্যক্ষ না আসা পর্যন্ত রাস্তা ছাড়বেন না- এমন ঘোষণা দিয়ে কর্মসূচি চালাতে থাকেন। বিকাল ৪টায় ভিকারুননিসার অধ্যক্ষ কামরুন নাহার ঘটনাস্থলে এসে শিক্ষার্থীদের দাবি মেনে নেওয়ার আশ্বাস দিলে ছাত্রী ও অভিভাবকরা অবরোধ প্রত্যাহার করেন। সূত্র মতে, ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের ধানমন্ডি শাখাটি ভাড়া বাড়িতে চলছে। আন্দোলনকারী ছাত্রীদের অভিযোগ, প্রতিষ্ঠানটির ধানমন্ডি শাখাটি বন্ধ করে দেওয়ার পাঁয়তারা করছে কর্তৃপক্ষ। এই তথ্য পেয়ে তারা স্থায়ী ক্যাম্পাসের দাবি জানিয়ে মিরপুর রোডের আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ হাসপাতালের সামনে মোড়ে অবস্থান নেন। কর্মসূচিতে অংশ নেওয়া কয়েকজন অভিভাবক বলেন, ধানমন্ডির ভিকারুননিসা শাখার সুনাম আছে এমন শিক্ষকদের অন্য শাখায় বদলি করে দেওয়া হবে বলে তাঁরা শুনেছেন। বিষয়টি নিয়ে অনেক দিন ধরেই আলোচনা চলছে।  ধানমন্ডি শাখার স্কুলের শিক্ষক ফারহানা খানম গণমাধ্যমকে বলেন, একটি পক্ষ উদ্দেশ্য নিয়ে এ রকম গুজব ছড়াচ্ছে। অধ্যক্ষ কামরুন নাহার বিকালে আন্দোলনস্থলে এসে ছাত্রী ও অভিভাবকদের সঙ্গে কথা বলেন। তিনি বলেন, ধানমন্ডি শাখা উঠিয়ে দেওয়ার কোনো পরিকল্পনা নেই। এ নিয়ে উদ্বেগের কোনো কারণ নেই। এ নিয়ে আমরা লিখিত কোনো নোটিস বা কোনো নির্দেশনাও শাখা কর্তৃপক্ষকে দেইনি। তিনি বলেন, আমাদের এ শাখাটি ভাড়া বাসায় এটা সত্য। কিন্তু আমাদের স্কুলে এখনো এত টাকা-পয়সা নেই যে, ধানমন্ডির মতো জায়গায় এত দামি জমি আমরা কিনতে পারি। আমরা অনেক চেষ্টা করেছি সরকারি একটি প্লট যদি আমরা পাই সেখানে আমরা একটি বিল্ডিং করে দেব বা শিক্ষা প্রকৌশল অধিদফতরের মাধ্যমে একটি বিল্ডিং করে দেব। আমরা আশা করি তাড়াতাড়ি একটি প্লট খুঁজে পাব। এ ক্ষেত্রে তিনি অভিভাবকদের সাহায্য চান। কামরুন নাহার অভিভাবকদের উদ্দেশ্যে বলেন, অনেক অভিভাবক আছেন যারা জমি দিতে পারেন। তারা যদি এগিয়ে আসেন আমি সাধুবাদ জানাব।

 

সর্বশেষ খবর