রবিবার, ১৬ অক্টোবর, ২০২২ ০০:০০ টা

বনানী লেক যেন মশা উৎপাদন কেন্দ্র

হাসান ইমন

বনানী লেক যেন মশা উৎপাদন কেন্দ্র

রাজধানীর বনানী লেক। হাঁটাহাঁটি, ঘুরে বেড়াতে লোকজন আসেন এই লেক পাড়ে। কিন্তু মশার উপদ্রবে অতিষ্ঠ এখনকার বাসিন্দারা। এ লেক যেন মশা উৎপাদন কেন্দ্র। আশপাশের বাসাবাড়ির ময়লা-আবর্জনা ও ড্রেনের ময়লা পানি দূষিত করছে এই লেকের পরিবেশ। এ লেকের পানি থেকে উৎকট গন্ধ ছড়াচ্ছে। পানিতে ভাসছে প্লাস্টিকের বোতল, পলিথিন, প্যাকেট, কৌটা ও পয়োবর্জ্য। লেকটি দূষণমুক্ত রাখতে কোনো পদক্ষেপ নেওয়া হয় না বলে অভিযোগ এলাকাবাসীর। তারা অভিযোগ করেন, দিনদুপুরেও লেক পাড় দিয়ে হাঁটা দায়। সন্ধ্যা  নামলে তো কথাই নেই। এটি পরিষ্কার না করায় মশার উপদ্রব বেশি। সরেজমিন দেখা গেছে, বিভিন্ন স্থানে সুয়ারেজ লাইনের মলমূত্র এবং অন্যান্য ময়লা-আবর্জনা গড়িয়ে পড়ছে এই লেকের পানিতে। বিভিন্ন এলাকা থেকে ম্যানহোল হয়ে পয়োবর্জ্য পড়ছে লেকের পানিতে। লেকের কোনো কোনো অংশে পানিতে ভাসা মল আর আবর্জনার স্তর পড়ে গেছে। পানি পচে কুচকুচে কালো, কোথাও সবুজ রং ধারণ করেছে। বনানী এলাকার বাসিন্দা নাইমুদ্দিন ওমর বলেন, ‘বনানী একটি অভিজাত এলাকা। এ এলাকায় সিটি করপোরেশন নিয়মিত কাজ করে। তবে তা মশার উপদ্রব ঠেকাতে যথেষ্ট নয়। বনানী এলাকা লেক দিয়ে ঘেরা। লেকগুলো ময়লার ভাগাড়ে পরিণত হয়েছে। এতে মশার ওষুধ দিলেও তা কাজ করে না। আরেক বাসিন্দা ইমরুল কায়েস বলেন, সন্ধ্যার পর মশার যন্ত্রণায় লেক পাড়ে একটু দাঁড়িয়ে থাকা দায়। আমজাদ হোসেন নামে আরেক বাসিন্দা বলেন, ডোবা-নালা পরিষ্কার না করায় মশার উপদ্রব বেড়েছে। ডিএনসিসি মেয়রের কথামতো দিনে দুবার মশার ওষুধ ছিটানোর কথা। তিনি কখনো ওষুধ ছিটাতে দেখেননি। ডেঙ্গুর প্রকোপ শুরু হওয়ার পর বিকালে ধোঁয়া দিয়ে যেতে দেখা যায়। তবে তা দিয়ে চলে যাওয়ার পরপরই মশার উৎপাত শুরু হয়। ঢাকা উত্তর সিটি করপোরেশনের ১৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মো. মফিজুর রহমান বাংলাদেশ প্রতিদিনকে বলেন, লেকে মশার কোন লার্ভা নেই। আমরা প্রতিদিন সকালে লার্ভি সাইডিং করে থাকি। তিনি বলেন, পাইপ লাইনে ক্যান্টনমেন্ট এলাকার ময়লা লেকে আসে। সিটি করপোরেশন চেষ্টা করছে, এ লাইনটাকে বিকল্প স্থানে করতে। এ ছাড়া বাসাবাড়ির ময়লা-আবর্জনা রোধে সচেতন কার্যক্রম চালাচ্ছি। অভিযান পরিচালনা করছি। সিটি করপোরেশনের পক্ষ থেকে লেকে থাকা স্যুয়ারেজের লাইন বিচ্ছিন্ন করার কার্যক্রম শিগগিরই শুরু হবে।

সর্বশেষ খবর