রবিবার, ১৬ অক্টোবর, ২০২২ ০০:০০ টা

তুরস্কে কয়লা খনিতে বিস্ফোরণ নিহত ৪১

প্রতিদিন ডেস্ক

তুরস্কের উত্তরাঞ্চলে কৃষ্ণসাগর উপকূলীয় প্রদেশ বার্তিনের একটি কয়লা খনিতে গতকাল ভয়াবহ বিস্ফোরণে অন্তত ৪১ জন নিহত হয়েছেন। এ ঘটনায় বহু মানুষ খনির মধ্যে আটকা পড়েন। আলজাজিরা।

জানা গেছে, আমাসরা শহরের রাষ্ট্রীয় মালিকানাধীন খনিতে এ বিস্ফোরণ ঘটে। মাটির কয়েক শ মিটার গভীরে বিস্ফোরণ ঘটার পর উদ্ধারকর্মীরা হতাহত ও আটকে পড়া লোকজনকে উদ্ধারে জোর প্রচেষ্টা চালিয়েছে। বিস্ফোরণের সময় খনিতে ১১০ জন শ্রমিক কর্মরত ছিলেন। তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী সুলায়মান সয়লু জানান, খনি থেকে ৫৮ জন শ্রমিক নিরাপদে বের হয়ে আসতে সক্ষম হয়েছেন। জ্বালানি মন্ত্রী ফাতিহ দোনমেয বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, খনিতে জমে থাকা জ্বলনযোগ্য গ্যাসের কারণে বিস্ফোরণ ঘটেছে। বিস্ফোরণের পর সেখানে কয়েকটি উদ্ধারকারী দল পাঠানো হয়।

সর্বশেষ খবর