রবিবার, ১৬ অক্টোবর, ২০২২ ০০:০০ টা

পুলিশবক্স ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ৩০

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর মিরপুরে পাঁচটি পুলিশবক্সে ভাঙচুর ও পুলিশ সদস্যদের মারধরের ঘটনায় জড়িত কেউ রিকশাচালক নন। পুলিশের মনোবল ভেঙে সরকারকে বেকায়দায় ফেলতে পরিকল্পিতভাবে হামলা চালানো হয়েছে। এ ঘটনায় হামলাকারীদের মদদ দিয়েছে তাদের কিছু বড়ভাই। ইতোমধ্যে বেশ কয়েকজনকে চিহ্নিত করা হয়েছে। তাদেরও আইনের আওতায় আনা হবে। গতকাল মিরপুরের বিভিন্ন জায়গা থেকে এ হামলার সঙ্গে জড়িত নয়জনকে গ্রেফতারের পর এসব তথ্য জানায় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) মিরপুর বিভাগ। তারা হলেন- জনি ইসলাম, রাসেল মিয়া, সুরুজ, আক্তার, শমসের উদ্দিন, মো. রনি, মো. কালিম, মাসুদ রানা ও মো. সাম। ডিবি বলছে, তারা হামলায় জড়িত থাকার কথা স্বীকার করেছেন। তবে ওই বড়ভাইদের পরিচয় ও রাজনৈতিক সম্পৃক্ততা জানায়নি ডিবি। জানা গেছে, পুলিশবক্সে হামলার ঘটনায় এ পর্যন্ত ৩০ জনকে গ্রেফতার করা হয়েছে। ডিবি মিরপুর বিভাগ নয়জন, পল্লবী থানা আটজন ও মিরপুর থানা ১৩ জনকে গ্রেফতার করেছে। এর মধ্যে ১১ জন রিমান্ডে রয়েছেন। গতকাল বিকালে রাজধানীর মিন্টো রোডে ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে অতিরিক্ত কমিশনার (ডিবি) মোহাম্মদ হারুন অর রশীদ বলেন, হাই কোর্টের নির্দেশনা অনুযায়ী নিষিদ্ধ ব্যাটারিচালিত রিকশা বন্ধে মিরপুর ও পল্লবী এলাকায় কাজ করছিল ট্রাফিক পুলিশ। এ সময় এক পঙ্গু ব্যক্তির ব্যাটারিচালিত রিকশা পুলিশ আটক করেছে বলে ভুয়া তথ্য প্রচার করে তাদের সঙ্গে সংশ্লিষ্ট কিছু বড়ভাই। এরই জেরে সকাল ৮টার দিকে পরিকল্পিতভাবে পাঁচটি পুলিশবক্সে হামলা চালানো হয়। যারা প্রত্যক্ষভাবে হামলা চালিয়েছে তাদের কেউ রিকশাচালক নন। মূলত পুলিশের মনোবল ভেঙে দেওয়ার টার্গেট নিয়ে কয়েকজন বড়ভাইয়ের নির্দেশে এ হামলা হয়েছে। তিনি বলেন, ‘তাদের অন্যতম আরেকটি লক্ষ্য ছিল সরকারকে বেকায়দায় ফেলা। ইতোমধ্যে গ্রেফতারকৃতরা বেশ কয়েকজন বড়ভাইয়ের নাম বলেছেন। তাদেরও আইনের আওতায় আনা হবে। পাশাপাশি শুধু মিরপুর নয়, রাজধানীর কোথাও অবৈধ ব্যাটারিচালিত রিকশা চলতে দেওয়া হবে না। সব সময় পুলিশকে টার্গেট করে হামলার চেষ্টা করে আসছে একটি চক্র। তবে ওই চক্রের সব অপচেষ্টা নস্যাৎ করে পুলিশ তার দায়িত্ব পালন করে যাবে। বাসে আগুন দিয়ে, পুলিশবক্স ভাঙচুর করে কোনো লাভ হবে না। আমরা স্পষ্ট করে বলতে চাই, আইন লঙ্ঘনকারী কাউকেই ছাড় দেওয়া হবে না।’ এদিকে, পৃথক অভিযানে পুলিশবক্সে হামলার ঘটনায় আটজনকে পল্লবী থানা ও ১৩ জনকে মিরপুর থানা গ্রেফতার করেছে। এ নিয়ে হামলার ঘটনায় মোট ৩০ জনকে গ্রেফতার করা হলো। এর মধ্যে মিরপুর থানায় গ্রেফতার ১৩ জনের মধ্যে ১১ জনের দুই দিনের রিমান্ড মঞ্জুর করে অন্য দুজনকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। গতকাল ঢাকা মহানগর হাকিম নিভানা খায়ের জেসী এ আদেশ দেন। আর পল্লবী থানা পুলিশের হাতে গ্রেফতার আটজনকে কারাগারে পাঠানো হলেও আজ রিমান্ড শুনানি হবে। তারা হলেন- গোলাম ছামদানী, মনজু হাওলাদার, পাপ্পু, আমির, শামীম, লিটন, সনি ও গোলাম হোসেন। প্রসঙ্গত, শুক্রবার রাজধানীর মিরপুরে ব্যাটারিচালিত রিকশা বন্ধে পুলিশি অভিযানের প্রতিবাদে পাঁচটি ট্রাফিক পুলিশবক্সে হামলা চালান ক্ষুব্ধ রিকশাচালকরা। হামলায় দুই পুলিশ সদস্য আহত হন। ভাঙচুর করা হয় একটি মোটরসাইকেলও। পরে পুলিশ বাদী হয়ে সরকারি কাজে বাধা ও সরকারি সম্পত্তি নষ্টের অভিযোগে অজ্ঞাত দেড় শতাধিক ব্যক্তিকে আসামি করে পল্লবী থানায় একটি মামলা করে।

সর্বশেষ খবর