রবিবার, ১৬ অক্টোবর, ২০২২ ০০:০০ টা
অষ্টম কলাম

তুচ্ছ ঘটনায় ছাত্রলীগ দুই গ্রুপে হাতাহাতি ভাঙচুর

শাবি প্রতিনিধি

তুচ্ছ ঘটনায় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবি) শাখা ছাত্রলীগের দুই গ্রুপে হাতাহাতি ঘটেছে। একপর্যায়ে লাঠিসোঁটা ও ধারালো অস্ত্র বের করেন শিক্ষার্থীরা। এমনকি নিজেদের মধ্যে হাতাহাতি ও কক্ষে ভাঙচুর হয়। শুক্রবার সন্ধ্যায় সৈয়দ মুজতবা আলী হলের ৪০৯ নম্বর কক্ষে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী শিক্ষার্থীরা জানান, সমাজবিজ্ঞান অনুষদের সহসভাপতি মামুন শাহ গ্রুপের অনুসারী বাংলা বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী মুসলিম ভূইয়া মুজতবা আলী হলের বাথরুমে গোসল করছিলেন। এ সময় শাবি ছাত্রলীগের সর্বশেষ কমিটির উপদফতর সম্পাদক সজিবুর রহমানের অনুসারী পলিটিক্যাল স্টাডিজ বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী শিমুল মিয়ার দরজায় ধাক্কা দেন। এতে উভয়ের মধ্যে কথা কাটাকাটি হয়। সন্ধ্যায় বিষয়টি মীমাংসার জন্য ৪০৯ নম্বর কক্ষে বসলে তাদের মধ্যে বাগ্বিতন্ডা হয়। পরে হাতাহাতি ও কক্ষ ভাঙচুর হয়। এ বিষয়ে সজিবুর রহমান বলেন, ‘তুচ্ছ একটা ঘটনা কেন্দ্র করে ঝামেলা হয়েছে। আমরা বিষয়টি নিয়ে বসেছিলাম। শিমুল মিয়া মুজতবা আলী হলে থাকবে, মুসলিম ভূইয়া অন্য হলে বা মেসে চলে যাবে বলে সিদ্ধান্ত হয়েছে।’ একই সিদ্ধান্তের কথা আরেক গ্রুপ নেতা মামুন শাহও জানিয়েছেন। এ বিষয়ে সৈয়দ মুজতবা আলী হলের প্রভোস্ট অধ্যাপক ড. মো. আবু সাঈদ আরেফিন খান বলেন, ‘ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে তুচ্ছ ঘটনায় একটু সমস্যা হয়। বিষয়টি মীমাংসা হয়েছে। একে কেন্দ্র করে পরে যাতে কোনো সমস্যা তৈরি না হয় সে বিষয়ে খেয়াল রাখতে বলেছি।’

 

সর্বশেষ খবর