রবিবার, ১৬ অক্টোবর, ২০২২ ০০:০০ টা

জেলা পরিষদ নির্বাচনে দুই প্রার্থীর পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহ জেলা পরিষদ নির্বাচনে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী তার সমর্থকদের বাড়ি বাড়ি গিয়ে হুমকি ও মারধরের অভিযোগ করেছেন। অন্যদিকে টাকা ছড়িয়ে নির্বাচন প্রভাবিত করার অভিযোগ করেছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী। গতকাল পৃথক সংবাদ সম্মেলনে এই অভিযোগ করা হয়। দুপুরে শহরের পবহাটি এলাকায় আনারস প্রতীকের স্বতন্ত্র প্রার্থী এম হারুন অর রশীদ তার নিজস্ব কার্যালয়ে সংবাদ সম্মেলনে অভিযোগ করেন, প্রতিদ্বন্দ্বী চেয়ারম্যান প্রার্থী চশমা প্রতীকের কনক কান্তি দাসের সমর্থকরা তার সমর্থকদের বাড়ি বাড়ি গিয়ে হুমকি-ধামকি দিচ্ছেন। এর আগে তার সমর্থকদের মারধর করা হয়েছে। প্রতিষ্ঠানে হামলাও করা হয়েছে। নির্বাচনের দিন ভোটারদের ভোট কেন্দ্রে যেতে বাধা প্রদান করবে বলে আশঙ্কা করছেন তিনি। এ বিষয়ে নির্বাচন সংশ্লিষ্টদের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য একাধিক বার লিখিত অভিযোগ দিলেও তারা কোনো ব্যবস্থা নেননি। অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য সবার সহযোগিতা কামনা করেন তিনি। অপরদিকে গতকাল সকালে ঝিনাইদহ প্রেস ক্লাব মিলনায়তনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী কনক কান্তি দাসের পক্ষে সংবাদ সম্মেলন করেন সদর থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম হীরন। সে সময় অভিযোগ করা হয়, স্বতন্ত্র প্রার্থী এম হারুন অর রশীদ ভোটারদের টাকা দিয়ে প্রভাবিত করার চেষ্টা করছেন। এ বিষয়ে জেলা নির্বাচন কমিশনে লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। আগামী ১৭ অক্টোবর ঝিনাইদহ জেলা পরিষদ নির্বাচনের ভোটগ্রহণের কথা রয়েছে। নির্বাচনে দুজন চেয়ারম্যান প্রার্থী ও ৩৫ জন সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

সর্বশেষ খবর