রবিবার, ১৬ অক্টোবর, ২০২২ ০০:০০ টা

আসামি ধরতে গিয়ে হামলায় চার পুলিশ আহত

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুরে মামলার আসামি ধরতে গিয়ে গ্রামবাসীর হামলার শিকার হয়ে চার পুলিশ সদস্য আহত হয়েছেন। শুক্রবার সন্ধ্যায় উপজেলার রাধানগর ইউনিয়নে বিভীষণ গ্রামে এ ঘটনা ঘটে। আহতরা হলেন গোমস্তাপুর থানার উপ-পুলিশ পরিদর্শক শওকত আলী ও শাহরিয়ার হোসেন এবং পুলিশ সদস্য সাজ্জাদ আলী ও শাহরিয়ার। গোমস্তাপুর থানার ওসি আলমাস আলী সরকার বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, সিঙ্গাবাদ পাথার বিলের ইজারাদার মামনুর রশিদের দায়ের করা মাছ চুরির মামলায় এসআই শওকত আলী ও শাহরিয়ার হোসেনের নেতৃত্বে পুলিশ দল শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ওই গ্রামে মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামিদের গ্রেফতার করতে গেলে স্থানীয়রা তাদের ওপর হামলা চালায়। এতে চার পুলিশ সদস্য আহত হন। গুরুতর আহত পুলিশ সদস্য সাজ্জাদ আলীর অবস্থার অবনতি হলে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকি তিনজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়। গোমস্তাপুর থানার ওসি জানান, মামলার ওয়ারেন্টভুক্ত আসামিদের গ্রেফতার করতে গেলে গ্রামের লোকজন তাদের ওপর হামলা চালায়। এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

সর্বশেষ খবর