বুধবার, ১৯ অক্টোবর, ২০২২ ০০:০০ টা

সমস্যার আবর্তে রংপুর

যানজট বর্জ্য, ফুটপাত দখল, মশার উপদ্রব জলাবদ্ধতা

নজরুল মৃধা, রংপুর

সমস্যার আবর্তে রংপুর

রংপুর সিটি করপোরেশন হয়েছে প্রায় ১০ বছর হতে চলল। এ সময়ে নাগরিক সুবিধা তেমন একটা বাড়েনি। যানজট, বর্জ্য ব্যবস্থাপনায় ঘাটতি, ফুটপাত দখল, মশার উপদ্রব, জলাবদ্ধতাসহ নানা কারণে নাগরিকদের পদে পদে ভোগান্তি পোহাতে হচ্ছে। এখানে গঠন করা হয়নি নগর উন্নয়ন কর্তৃপক্ষ। উন্নয়নে এখন পর্যন্ত নেওয়া  হয়নি মাস্টারপ্ল্যান। ময়লা আবর্জনায় ভরা খাল ও ড্রেনগুলোর কারণে নগরী এখন মশা উৎপাদনের কারখানায় পরিণত হয়েছে। সামান্য বৃষ্টিতেই শহরে জলাবদ্ধতা সৃষ্টি হয়। স্থানীয়রা বলছেন, নগরীতে অন্যতম সমস্যা যানজট। নিয়ন্ত্রণহীন অটোরিকশা চলাচলই এর জন্য দায়ী বলে মনে করেন সংশ্লিষ্টরা। রংপুর সিটি করপোরেশন ব্যাটারি চালিত অটোরিকশা ও রিকশার লাইসেন্স দিয়েছে ৮ হাজার। বাস্তবে নগরীতে চলছে ৩০ হাজারের বেশি। সিটি করপোরেশনের ৩৩ ওয়ার্ডে ১ হাজার ৪০০ কিলোমিটারের বেশি রাস্তা রয়েছে। এর মধ্যে কাঁচা রাস্তা ৭২২ কিলোমিটার, পাকা করা হয়েছে ৬৮২ কিলোমিটার। সিটির নতুন যোগ হওয়া ১৮টি ওয়ার্ডের বাসিন্দারা উন্নয়নের ছোঁয়া থেকে বঞ্চিত। নগরবাসীর প্রধান সমস্যা হয়ে দাঁড়িয়েছে মশা। খাল ও ড্রেনগুলো নিয়মিত পরিষ্কার করা হয় না। এ কারণে নগরী এখন মশা উৎপাদনের কারখানায় পরিণত হয়েছে। সিটি করপোরেশনের পুরাতন ১৫টি ওয়ার্ডে প্রতিদিন প্রায় ২৫-৩০ মেট্রিক টন বর্জ্য অপসারণ করা সম্ভব হয় না। এসব বর্জ্য বাতাসে মিশে পরিবেশের মারাত্মক ক্ষতি করছে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর