বুধবার, ১৯ অক্টোবর, ২০২২ ০০:০০ টা

ব্যাপক উন্নয়ন হয়েছে দরকার ধারাবাহিকতা

-মোস্তাফিজুর রহমান মোস্তফা

ব্যাপক উন্নয়ন হয়েছে দরকার ধারাবাহিকতা

গত কয়েক বছরে রংপুর সিটি করপোরেশন এলাকায় ব্যাপক উন্নয়ন হয়েছে। তবে পরিকল্পিত উন্নয়ন হয়নি। এর জন্য রংপুর উন্নয়ন কর্তৃপক্ষ গঠন না হওয়াকে দায়ী করছেন সিটি মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা। তিনি  বাংলাদেশ প্রতিদিনকে বলেন, নগর উন্নয়নের এখন পর্যন্ত রংপুর উন্নয়ন কর্র্তৃপক্ষ গঠন হয়নি। এ কারণে পরিকল্পিত নগরায়ণ সম্ভব হচ্ছে না। সড়কে যানজট প্রসঙ্গে তিনি বলেন, এখন পর্যন্ত যানজট নিরসনে কার্যকর পরিকল্পনা নেওয়া সম্ভব হয়নি। তবে সড়ক সংস্কারে কাজ চলমান। সড়ক সংস্কার হলে যানজট কিছুটা হলেও কমে আসবে। শ্যামাসুন্দরী খালের অবৈধ দখলদার উচ্ছেদের বিষয়ে তিনি বলেন, কয়েকজন দখলদারের আপত্তির কারণে উচ্ছেদ অভিযান শুরু করা যাচ্ছে না। আপত্তির দ্রুত শুনানি শেষ করে শ্যামাসুন্দরীর অবৈধ উচ্ছেদ করা হবে। শ্যামাসুন্দরী পরিচ্ছন্ন রাখার কার্যক্রম চলমান রয়েছে। তিনি বলেন, তার আমলে সিটি করপোশেন এলাকায় ব্যাপক উন্নয়ন হয়েছে। এই উন্নয়নের ধারাবাহিকতা ধরে রাখতে পারলে পরিকল্পিত নগর গড়ে তোলা সম্ভব।

সর্বশেষ খবর