বুধবার, ১৯ অক্টোবর, ২০২২ ০০:০০ টা

দীর্ঘমেয়াদি পরিকল্পনা নেওয়া দরকার

-আকবর হোসেন

দীর্ঘমেয়াদি পরিকল্পনা নেওয়া দরকার

নানান সমস্যায় জর্জরিত রংপুর নগরবাসী। এসব থেকে পরিত্রাণের উপায় নগর উন্নয়নে দীর্ঘমেয়াদি পরিকল্পনা নেওয়া বলে মন্তব্য করেছেন রংপুর জেলা সুজনের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আকবর হোসেন। তিনি বাংলাদেশ প্রতিদিনকে বলেন, প্রায় ১০ বছর হতে চলল সিটি করপোরেশনের বয়স। এখন পর্যন্ত নগর উন্নয়ন কর্তৃপক্ষ গঠন হয়নি। যানজট এখন নগরবাসীর নিত্যদিনের সঙ্গী। ফুটপাত দখল হয়ে যাওয়ার কারণে সড়কে মানুষ হাঁটতে পারছে না। নগরবাসীর সমস্যা দেখার কেউ নেই। তাদের সঙ্গে বিমাতা সুলভ আচরণ করা হচ্ছে। এ থেকে পরিত্রাণের উপায় হচ্ছে নগর উন্নয়নে দীর্ঘমেয়াদি পরিকল্পনা। অপরিকল্পিত নগরায়ণের ফলে রংপুর নগরী বসবাসের যোগ্যতা হারাচ্ছে। পরিকল্পিত নগর গড়তে হলে মাস্টারপ্ল্যানের বিকল্প নেই। যতদ্রুত সম্ভব নগরীকে জঞ্জাল মুক্ত করতে হবে। তিনি যানজট নিরসনে নগরীর প্রবেশদ্বারগুলোতে অটোরিকশা চলাচলে নিয়ন্ত্রণ বাধ্যতামূলক করার দাবি করেন। তিনি বলেন, নগরীর বাইরে থেকে যে অটোরিকশাগুলো আসে তা প্রবেশ মুখে আকটে দিলে নগরীর যানজট অনেক কমে যাবে।

সর্বশেষ খবর