বুধবার, ১৯ অক্টোবর, ২০২২ ০০:০০ টা

এসএসসিতে ফাঁস হলেও পরিবর্তন নেই এইচএসসির প্রশ্ন ব্যবস্থাপনায়

নিজস্ব প্রতিবেদক

আগামী ৬ নভেম্বর থেকে সারা দেশে শুরু হচ্ছে এইচএসসি ও সমমানের পরীক্ষা। পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করেছে শিক্ষা বোর্ডগুলো। কিন্তু এসএসসি ও সমমান পরীক্ষায় গত মাসে কেন্দ্রসচিব তথা প্রধান শিক্ষকের মাধ্যমে প্রশ্নফাঁসের ঘটনা ঘটলেও আসন্ন এইচএসসি ও সমমান পরীক্ষায় প্রশ্ন ব্যবস্থাপনায় কোনো পরিবর্তন আসছে না। শিক্ষা বোর্ড সূত্রে এ তথ্য জানা গেছে। এসএসসির মতো কেন্দ্রসচিব হিসেবে শিক্ষকদেরই রাখা হচ্ছে। এইচএসসি ও সমমান পরীক্ষা উপলক্ষে আইনশৃঙ্খলা রক্ষাকারী মনিটরিং কমিটির  সভা অনুষ্ঠিত হবে আজ। এর পরই শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে এইচএসসি পরীক্ষার যাবতীয় প্রস্তুতি নিয়ে সংবাদ সম্মেলন করবেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। তথ্যমতে, পরীক্ষার আগে প্রশ্নপত্র থানার লকারে সিলগালা আকারে সংরক্ষণ করা হয়। পরীক্ষার দিন সকালে থানার লকার থেকে প্রশ্নপত্র সংগ্রহ করেন কেন্দ্রসচিব তথা প্রতিষ্ঠান প্রধানরা। তার সঙ্গে থাকেন পরীক্ষা কমিটির ট্যাগ অফিসার, থাকেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একজন সদস্যও। কিন্তু এমন সুরক্ষিত ব্যবস্থাতেও এসএসসিতে ঠেকানো যায়নি প্রশ্নফাঁস। দিনাজপুর শিক্ষা বোর্ডের অধীন এসএসসির ছয়টি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়ে যায়। কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার ভূরুঙ্গামারী নেহাল উদ্দিন পাইলট বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষকের কক্ষ থেকে প্রশাসনের কর্মকর্তারা ফাঁস হওয়া প্রশ্নপত্রগুলো উদ্ধার করেন। এ ছাড়া দেশের বিভিন্ন স্থানে শিক্ষা বোর্ড নির্ধারিত সেটকোডের বাইরে পরীক্ষা নেওয়া হয়। প্রশ্নফাঁসের প্রমাণ পাওয়ার পর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, দিনাজপুর এক বিজ্ঞপ্তিতে চারটি পরীক্ষা স্থগিতের কথা জানায়। স্থগিত করা পরীক্ষাগুলো হচ্ছে গণিত, পদার্থবিজ্ঞান, কৃষিবিজ্ঞান ও রসায়ন। ফাঁস হয় জীববিজ্ঞান ও উচ্চতর গণিতের প্রশ্নও। স্থগিত পরীক্ষাগুলোর নতুন তারিখ ঘোষণা করে সেগুলো সম্পন্ন করেছে দিনাজপুর শিক্ষা বোর্ড। এসএসসিতে কেন্দ্রসচিব প্রশ্নফাঁসে জড়িত থাকলেও আসন্ন এইচএসসি পরীক্ষার প্রশ্ন ব্যবস্থাপনায় তেমন কোনো পরিবর্তন আনেনি কর্তৃপক্ষ। এ প্রসঙ্গে জানতে চাইলে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকার চেয়ারম্যান এবং আন্তশিক্ষা সমন্বয় সাব কমিটির সভাপতি অধ্যাপক তপন কুমার সরকার প্রতিবেদককে বলেন, পাবলিক পরীক্ষার প্রশ্নপত্র ব্যবস্থাপনা প্রক্রিয়াটি অনেক বিশ্বস্ত। এসএসসি পরীক্ষার প্রশ্ন ব্যবস্থাপনায়ও কোনো ত্রুটি ছিল না। কিন্তু একজন কেন্দ্রসচিবের কারণে যে অপ্রীতিকর ঘটনা ঘটেছে সেটি ছিল একেবারেই অনাকাক্সিক্ষত। এমন ঘটনা আগে কোথাও ঘটেনি। তাই আপাতত শিক্ষকদেরই কেন্দ্র সচিব হিসেবে রাখা হচ্ছে।

সর্বশেষ খবর