বুধবার, ১৯ অক্টোবর, ২০২২ ০০:০০ টা

অনুপ্রবেশকারীরা ক্ষতির কারণ হয়ে দাঁড়িয়েছে

-আজগর আলী

কুষ্টিয়া প্রতিনিধি

অনুপ্রবেশকারীরা ক্ষতির কারণ হয়ে দাঁড়িয়েছে

কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আজগর আলী বলেছেন, আওয়ামী লীগ একটি বড় রাজনৈতিক দল। যে কারণে নেতৃত্ব নিয়ে দ্বন্দ্ব, কোন্দল বা গ্রুপিং থাকবেই। কুষ্টিয়ায় আওয়ামী লীগের রাজনীতিতে কোন্দল বা গ্রুপিং রয়েছে এ কথা অস্বীকার করার কোনো উপায় নেই। বাংলাদেশ প্রতিদিন প্রতিনিধির সঙ্গে একান্ত আলাপচারিতায় এ আওয়ামী লীগ নেতা আরও বলেন, দীর্ঘদিন ধরে আওয়ামী লীগ ক্ষমতায় আছে। দুর্ভাগ্যজনক হলেও সত্য, সে অনুযায়ী কুষ্টিয়া জেলায় আওয়ামী লীগ যতটা শক্তিশালী হওয়ার কথা ছিল   সেটা হয়নি। এর কারণ হচ্ছে দায়িত্বপূর্ণ পদে যাঁরা রয়েছেন তাঁরা সবাই গা ভাসিয়ে চলছেন। সাংগঠনিক নিয়মকানুন মেনে কুষ্টিয়ায় আওয়ামী লীগ পরিচালিত হচ্ছে না। কুষ্টিয়া সরকারি কলেজ ছাত্র সংসদের ১৯৭২ সালের জিএস আজগর আলী বলেন, থানার ওসির কক্ষে যদি সব সময় এসপি বসে থাকেন তাহলে ওসির তো আর কিছু করার থাকে না। সংগঠনকে যদি নিয়মের মধ্যে পরিচালনার পাশাপাশি গোছানো যেত তাহলে কুষ্টিয়ায় আওয়ামী লীগ আর অনেক বেশি শক্তিশালী দল হতো। অনুপ্রবেশকারীরা দলের ক্ষতির কারণ হয়ে দাঁড়িয়েছে। দলের মধ্যে যারা বিশৃঙ্খলা সৃষ্টি করছে বা যাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ রয়েছে আমরা তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে পারছি না। বলা যায়, দলের মধ্যে তাঁরাই বেশি শক্তিশালী। দলের মধ্যে কোনো জবাবদিহিতা নেই। এতে দল ক্ষতিগ্রস্ত হচ্ছে। 

সর্বশেষ খবর