বুধবার, ১৯ অক্টোবর, ২০২২ ০০:০০ টা

করোনায় মৃত্যু বেড়েছে অক্টোবরে

ছয়জনের প্রাণহানি ২৪ ঘণ্টায়

নিজস্ব প্রতিবেদক

করোনাভাইরাস সংক্রমণে গতকাল সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় দেশে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে অক্টোবরে ১৮ দিনেই ৪৫ জনের মৃত্যুর খবর দিয়েছে স্বাস্থ্য অধিদফতর। এর আগে সেপ্টেম্বরে ৪০ জন ও আগস্টে ৩২ জনের মৃত্যুর খবর এসেছিল।

চলতি মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে দেশে করোনা সংক্রমণ কমতে শুরু করলেও বেড়েছে মৃত্যু। ১৬ অক্টোবরও ২৪ ঘণ্টায় ছয়জনের মৃত্যুর খবর আসে। মাঝের দিনটিতে একজনের মৃত্যু হলেও গতকাল ফের ছয়জনের মৃত্যুর খবর দেয় স্বাস্থ্য অধিদফতর। গত ২৪ ঘণ্টায় ৪ হাজার ১২০ জনের নমুনা পরীক্ষায় নতুন করে ২৮৭ জনের দেহে সংক্রমণ ধরা পড়েছে। শনাক্তের হার ৬ দশমিক ৯৭ শতাংশ।

এ সময়ে সুস্থ হয়ে উঠেছেন ৫৫৪ জন। গতকাল পর্যন্ত দেশে মোট ২০ লাখ ৩৩ হাজার ১১৯ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। এর মধ্যে সুস্থ হয়ে উঠেছেন ১৯ লাখ ৭৫ হাজার ৪০৬ জন। মারা গেছেন ২৯ হাজার ৪০৮ জন। গত ২৪ ঘণ্টায় মৃত ছয়জনের মধ্যে পাঁচজন ছিলেন পুরুষ ও একজন নারী।

সর্বশেষ খবর