বুধবার, ১৯ অক্টোবর, ২০২২ ০০:০০ টা

৩০০ আসনেই প্রার্থী দেবে ইসলামী ঐক্যজোট

নিজস্ব প্রতিবেদক

আগামী জাতীয় সংসদ নির্বাচনে এককভাবে ৩০০ আসনে লড়ার প্রস্তুতি নিচ্ছে ইসলামপন্থি রাজনৈতিক দল ইসলামী ঐক্যজোট। ইভিএমে ভোট গ্রহণের পক্ষে মত জানিয়েছে তারা। নির্বাচনী প্রস্তুতির অংশ হিসেবে ইতোমধ্যে সারা দেশে সাংগঠনিক কার্যক্রম জোরদার করেছে দলটি। গতকাল জাতীয় প্রেস ক্লাবে ইসলামী ঐক্যজোট আয়োজিত ‘দ্বাদশ জাতীয় নির্বাচন নিয়ে ভাবনা’ শীর্ষক সংবাদ সম্মেলনে এ কথা জানান ইসলামী ঐক্যজোটের মহাসচিব মুফতি ফয়জুল্লাহ।

লিখিত বক্তব্যে তিনি বলেন, ‘আমরা আশা করি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক হবে। সে ধারাবাহিকতায় ৩০০ আসনে এককভাবে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছি। আমাদের চলার পথ স্বতন্ত্রভাবেই এগোচ্ছে। ফলে ইসলামী ঐক্যজোট বর্তমানে কোনো জোটের অন্তর্ভুক্ত নয়।’ সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান মাওলানা আবুল হাসানাত আমিনী, যুগ্মমহাসচিব মাওলানা ফজলুর রহমান, মাওলানা আলতাফ হোসাইন, মুফতি জিয়াউল হক, ঢাকা মহানগরী সভাপতি মাওলানা আবুল কাশেম প্রমুখ।

সর্বশেষ খবর