টানা তিনবারের ক্ষমতায় আওয়ামী লীগকে জোটের হিস্যা দিতে হয়েছে চট্টগ্রামে। জেলার ১৬টি সংসদীয় আসনের মধ্যে জাতীয় পার্টি ২, জাসদ ১ ও তরিকত ফেডারেশন ১টি আসনের শরিক। এদিকে হেফাজতে ইসলামের আলটিমেটাম, এলডিপি ও জামায়াতে ইসলামীর রাগ-অভিমান কৌশল, ইসলামী জোটের হলকা, কল্যাণ পার্টির হিস্যাসহ নানা প্রেশার গ্রুপ নিয়ে আছে বিএনপি। জেলার রাজনীতিতে এই দুই বৃহৎ মোর্চায় উত্তর, দক্ষিণ ও মহানগরের তিনটি সাংগঠনিক ভাগ হলেও শহর চট্টগ্রামই যেন প্রাণভোমরা। দুই সংগঠনের অভ্যন্তরীণ নানা সংকট, উন্নয়ন-হাইব্রিড যাতনা ও দুর্নীতির অভিযোগসহ নানা রেখাচিত্র আসন্ন নির্বাচনে কী প্রভাব ফেলছে তা নিয়ে সাক্ষাৎকারভিত্তিক প্রতিবেদন তুলে ধরেছেন আমাদের বিশেষ প্রতিনিধি ও চট্টগ্রাম ব্যুরো প্রধান রিয়াজ হায়দার চৌধুরী
► বিএনপি পর্যুদস্ত ভঙ্গুর নাজুক জনবিচ্ছিন্ন
► পাঁচটি আসনও পাবে না আওয়ামী লীগ