বিএনপির পর্যুদস্ত ভঙ্গুর দশা। নাজুক অবস্থায় থাকা এই দলটি জনবিচ্ছিন্ন হয়ে ধর্মের অপব্যবহার করছে। যুদ্ধাপরাধীর সন্তানকে দিয়ে বিভাগীয় সমাবেশে ধর্মীয় বাক্যের অপব্যবহার করে নজিরবিহীন ঘৃণ্য কাজ করেছে বিএনপি। আগামী নির্বাচনে এই ‘নালিশ পার্টি’টি চট্টগ্রামে একটি আসনও পাবে না বলে জানালেন চট্টগ্রাম সিটির সাবেক মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দিন। অতিসম্প্রতি চট্টগ্রামে বিএনপির বিভাগীয় সমাবেশ মঞ্চে যুদ্ধাপরাধী সালাউদ্দিন কাদের চৌধুরীর (সাকা চৌধুরী) ছেলে হুম্মাম কাদের চৌধুরীর বক্তব্য প্রদান সাংগঠনিক অর্থেও প্রশ্নবোধক বলে মনে করেন এই আওয়ামী লীগ নেতা। তিনি জানান, ধর্মীয় স্লোগান তুলে সস্তা জনপ্রিয়তা পাওয়ার অপচেষ্টা রাজনৈতিক দলটির জন্য দুঃখজনক। বিভাগীয় সমাবেশে সাকা চৌধুরীর ছেলে বক্তব্য রাখার সুযোগ কোন বিবেচনায় পেলেন, সেটিই বড় প্রশ্ন। আওয়ামী লীগ নেতা আ জ ম নাছির বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ঘিরে আওয়ামী লীগ সর্বোচ্চ প্রস্তুত রয়েছে। যুবলীগ-ছাত্রলীগসহ অঙ্গ ও সহযোগী এবং আওয়ামী লীগের সমমনা সংগঠনগুলো মহানগর ও জেলা পর্যায়ে এযাবৎকালের মধ্যে সবচেয়ে বেশি সক্রিয়। বিএনপিকে সুস্থ গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচনে অংশগ্রহণের আহ্বান জানিয়ে আ জ ম নাছির বলেন, রাজনৈতিক দল হিসেবে বিএনপি এত বেশি জনগণ প্রত্যাখ্যাত হয়েছে যে, আগামী নির্বাচনে জয়লাভ দূরে থাক, পেট্রোলবোমা জ্বালাও-পোড়াও ও লাশের রাজনীতি বাদ দিয়ে জনগণের কাছে ফিরে যাওয়াটাই এখন বিএনপির জন্য বড় চ্যালেঞ্জ। সাবেক এই মেয়র বলেন, ‘বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রীর নেতৃত্বে অভাবনীয় উন্নয়ন-অগ্রগতি ও জনপ্রত্যাশা পূরণই হলো আওয়ামী লীগের এবারের নির্বাচনে সবচেয়ে বড় ভিত্তি।’ অভ্যন্তরীণ মনোমালিন্য বা বিভেদের অভিযোগ অস্বীকার করে এই আওয়ামী লীগ নেতা বলেন, আওয়ামী লীগের ত্যাগী ও বঞ্চিত নেতাদের কাছে বঙ্গবন্ধু ও তাঁর উত্তরাধিকার প্রশ্নে কোনো বিরোধ নেই। এটাই আমাদের মূল শক্তি। মানুষ উন্নয়ন ও আগামীর এগিয়ে চলার জন্য আওয়ামী লীগকে সামনের নির্বাচনে নিরঙ্কুশ সমর্থন দেবে।