শুক্রবার, ৪ নভেম্বর, ২০২২ ০০:০০ টা

লিফট অ্যান্ড এসকেলেটর এক্সপো শুরু

আইসিসিবি

নিজস্ব প্রতিবেদক

লিফট অ্যান্ড এসকেলেটর এক্সপো শুরু

রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি, বসুন্ধরায় (আইসিসিবি) শুরু হয়েছে তিন দিনব্যাপী ‘গ্লোবাল লিফট অ্যান্ড এসকেলেটর এক্সপো ২০২২’।  রিয়েল এস্টেট খাতের ব্যবসায়ী ও ভবন নির্মাতাদের লিফট ও এসকেলেটরের আধুনিক প্রযুক্তির সঙ্গে পরিচয় করিয়ে দিতে দেশে চতুর্থবারের মতো আয়োজন করা হলো এ প্রদর্শনী। বাংলাদেশ এলিভেটর এসকেলেটর অ্যান্ড লিফট ইম্পোর্টার অ্যাসোসিয়েশনের (বিইইএলআইএ) সহযোগিতায় ভারতের ভিরগো কমিউনিকেশনস অ্যান্ড এক্সিবিশনস প্রদর্শনীটির আয়োজন করেছে।

গতকাল সকালে প্রধান অতিথি হিসেবে প্রদর্শনীর উদ্বোধন করেন সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হক। অনুষ্ঠানে গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন নগর পরিকল্পনাবিদ স্থপতি ইকবাল হাবিব। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ এলিভেটর এসকেলেটর অ্যান্ড লিফট ইম্পোর্টার অ্যাসোসিয়েশনের          সভাপতি এমদাদুর রহমান ও সাধারণ সম্পাদক সাইফুল আলম উজ্জ্বল। বাংলাদেশসহ ১০টি দেশের প্রায় অর্ধশত প্রতিষ্ঠান প্রদর্শনীতে অংশ নিয়েছে। ৫ নভেম্বর পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত প্রদর্শনী সবার জন্য উন্মুক্ত থাকবে। প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হক বলেন, আমাদের এই মুহূর্তে বহুতল ভবন ছাড়া বিকল্প নেই। বহুতল ভবন মানেই ভার্টিকেল ট্রান্সপোর্ট লিফট ও এসকেলেটর। একদিকে যেমন এগুলো আমাদের প্রয়োজনীয়, অন্যদিকে নিরাপদ সার্ভিসও প্রয়োজন। আগে বহুতল ভবনের ৯-১০ তলায় লিফট বন্ধ হয়ে গেছে, লিফটের দড়ি ছিঁড়ে গেছে। আমি নিজেও একবার সচিবালয়ের লিফটে আটকা পড়েছিলাম। এ রকম পরিস্থিতি সত্যিই বিপজ্জনক। বর্তমানে দেশে অনেক উন্নতমানের লিফট ও এসকেলেটর এসেছে। বর্তমানে লিফটগুলোতে আধুনিকতা ও নিরাপত্তা নিশ্চিত করতে হবে। এতে করে এই শিল্পের প্রবৃদ্ধি আরও বাড়বে। বাংলাদেশ এলিভেটর এসকেলেটর অ্যান্ড লিফট ইম্পোর্টার অ্যাসোসিয়েশন (বিইইএলআইএ) সভাপতি এমদাদুর রহমান বলেন, ভিরগো কমিউনিকেশনের সঙ্গে ২০১৫ সাল থেকে ঢাকাতে এই আয়োজনে থাকতে পেরে আমরা আনন্দিত। এই প্রদর্শনীর মাধ্যমে এক ছাদের নিচে বিশ্বের বিভিন্ন দেশের সর্বাধুনিক প্রযুক্তির লিফট ও এসকেলেটর সম্পর্কে জানতে পারছেন দর্শনার্থীরা। প্রদর্শনীর আয়োজক প্রতিষ্ঠান ভিরগো কমিউনিকেশনসের পরিচালক অনিতা রঘুনাথ বলেন, করোনা মহামারির কারণে বিরতির পর আবার এই প্রদর্শনী আয়োজন করতে পেরে আমরা আনন্দিত। জনবহুল এই ঢাকা শহরে আবাসন শিল্পের বিকাশে এই প্রদর্শনীর গুরুত্ব অপরিসীম। অনুষ্ঠানে জানানো হয়, দেশের ক্রমবর্ধমান আবাসন শিল্পে লিফট, এসকেলেটর এবং এলিভেটরের বিকাশের লক্ষ্যে এই আন্তর্জাতিক প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। এখানে দেশ-বিদেশের প্রায় অর্ধশত প্রতিষ্ঠান তাদের এসকেলেটর, এলিভেটর, লিফট এবং বিভিন্ন নিরাপত্তা সরঞ্জামাদির প্রদর্শনী করছে। প্রদর্শনীতে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোকে বাংলাদেশে ব্যবসার নতুন ক্ষেত্র তৈরি করে দেওয়া ও ভবন নির্মাতাদের সর্বাধুনিক প্রযুক্তির লিফট ও এসকেলেটরের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া এই প্রদর্শনীর মূল উদ্দেশ্য।

সর্বশেষ খবর