সোমবার, ৭ নভেম্বর, ২০২২ ০০:০০ টা
অষ্টম কলাম

মহামারি-পূর্ব অবস্থায় ফিরেছে সোনার বৈশ্বিক চাহিদা

ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিলের প্রতিবেদন

নিজস্ব প্রতিবেদক

ভোক্তা ও কেন্দ্রীয় ব্যাংকগুলোর ক্রয়ের কারণে এ বছরের তৃতীয় প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) স্পট মার্কেটে সোনার চাহিদা বেড়েছে। এর মধ্য দিয়ে সোনার বৈশ্বিক চাহিদা মহামারি-পূর্ব অবস্থায় ফিরে গেছে। সম্প্রতি প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিল। প্রান্তিকভিত্তিক চাহিদা প্রতিবেদনে কাউন্সিল জানায়, জুলাই সেপ্টেম্বর পর্যন্ত তিন মাসে মূল্যবান ধাতুটির বৈশ্বিক চাহিদা দাঁড়িয়েছে ১ হাজার ১৮১ টনে। গত বছরের একই সময়ের তুলনায় চাহিদা ২৮ শতাংশ বেড়েছে। অন্যদিকে এ বছরের প্রথম ৯ মাসে চাহিদা গত বছরের একই সময়ের তুলনায় ১৮ শতাংশ বেড়েছে। ব্যবহারকারী ও কেন্দ্রীয় ব্যাংকগুলোর ঊর্ধ্বমুখী ক্রয় চাহিদা এ বৃদ্ধিতে প্রধান ভূমিকা রেখেছে। গোল্ড কাউন্সিলের গবেষণা বিভাগ বলছে, ১০ বছর মেয়াদি ট্রেজারি ইল্ড ৪ শতাংশের ওপরে অবস্থান করছে। মার্কিন ডলারের বিনিময় মূল্য রেকর্ড পরিমাণ বেড়েছে। এ পরিস্থিতিতে সোনার দাম অন্তত ৩০ শতাংশ কমে যাওয়াই স্বাভাবিক। ডিসেম্বরে সরবরাহ চুক্তিতে দাম এ বছরের শুরুর তুলনায় প্রায় ১০ শতাংশ কমেছে। এদিকে, তিন মাসে সোনার বৈশ্বিক সরবরাহ ১ শতাংশ বেড়ে ১ হাজার ২১৫ টনে উন্নীত হয়েছে। এ সময় ধাতুটির পুনর্ব্যবহার কমলেও ঊর্ধ্বমুখী উত্তোলনে ভারসাম্য এনেছে।

সর্বশেষ খবর