মঙ্গলবার, ২৯ নভেম্বর, ২০২২ ০০:০০ টা

আয়কর অফিসে ভিড় বেড়েছে করদাতাদের

নিজস্ব প্রতিবেদক

জরিমানা ছাড়া রিটার্ন দাখিলের সময় শেষ হচ্ছে আর এক দিন পর। এতদিন করদাতারা ঢিলেঢালাভাবে কর অফিসে এলেও শেষ সময়ে তাদের ভিড় বেড়েছে। গতকাল রাজধানীর সেগুনবাগিচায় ১, ৫, ৭, ৮, ১০ ও ১১ নম্বর কর অঞ্চল ঘুরে দেখা গেছে, সকাল থেকেই করাঞ্চলের বুথগুলোয় রিটার্ন জমা দিতে ভিড় করেন করদাতারা। জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) তথ্যানুযায়ী, বর্তমানে দেশে প্রায় ৮০ লাখ টিআইএনধারী আছেন। গত মঙ্গলবার পর্যন্ত প্রায় সোয়া ৯ লাখ করদাতা রিটার্ন জমা দিয়েছেন। এনবিআর সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার পর্যন্ত ১০ নম্বর কর অঞ্চলে ২৩ হাজার ৯৮১ জনের রিটার্ন জমা হয়েছে। এর মাধ্যমে আয়কর আদায় হয়েছে ৩২ কোটি ১৫ লাখ টাকা। শুধু বৃহস্পতিবারই রিটার্ন জমা হয়েছে ২ হাজার ৬৬৫ জনের।

গত নভেম্বরে দেশের প্রতিটি কর অঞ্চলে করদাতাদের জন্য সেবাকেন্দ্র চালু করা হয়। সেখানে রিটার্ন জমার পাশাপাশি রিটার্ন ফরম পূরণে সহায়তা দেওয়া হচ্ছে। রিটার্ন জমার সঙ্গে সঙ্গে তাৎক্ষণিকভাবে রিটার্ন জমার প্রাপ্তিস্বীকার পত্রও পাচ্ছেন করদাতারা। এ ছাড়া ই-রিটার্ন জমা দিতে আগ্রহী করদাতাদের জন্য আছে আলাদা বুথ। এনবিআর কর্মকর্তারা বলছেন, করদাতাদের সুবিধার্থে নভেম্বর মাসজুড়ে করের যাবতীয় সেবা দেওয়া হচ্ছে। করদাতারা রিটার্ন তৈরি করে মুহূর্তের মধ্যে পেয়ে যাচ্ছেন প্রাপ্তিস্বীকার পত্র। কর্মকর্তাদের সহায়তা নিয়ে অনেকে রিটার্ন পূরণ করছেন। এখানে সব ধরনের ফরম বিনামূল্যে দেওয়া হচ্ছে। যত সময় যাচ্ছে করদাতাদের চাপ তত বাড়ছে।

সর্বশেষ খবর