বৃহস্পতিবার, ১২ জানুয়ারি, ২০২৩ ০০:০০ টা

রমজানে পণ্য কিনতে এলসি খুলবে সরকারি চার ব্যাংক

নিজস্ব প্রতিবেদক

রমজানের নিত্যপ্রয়োজনীয় পণ্য আমদানির ঋণপত্র (এলসি) খুলতে সরকারি মালিকানাধীন চার বাণিজ্যিক ব্যাংককে নির্দেশনা দিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আবদুর রউফ তালুকদার। গত মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকে অনুষ্ঠিত বৈঠকে অগ্রণী ব্যাংকের এমডি মুরশেদুল কবীর, জনতা ব্যাংকের এমডি আবদুছ ছালাম আজাদ, সোনালী ব্যাংকের এমডি আফজাল করিম ও রূপালী ব্যাংকের এমডি মোহাম্মদ জাহাঙ্গীরকে এই নির্দেশনা দেন গভর্নর।

জানতে চাইলে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র মেজবাউল হক বাংলাদেশ প্রতিদিনকে বলেন, আসন্ন রমজানে নিত্যপণ্য আমদানির ঋণপত্র খুলতে যাতে কোনো সমস্যা না হয়, সে জন্য গভর্নর চার ব্যাংকের এমডিকে নির্দেশনা দিয়েছেন। এর আগে ৫ জানুয়ারি কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর আবদুর রউফ তালুকদারের কাছে এ চিঠি পাঠিয়ে আসন্ন রমজানের চাহিদা মেটাতে ছয়টি নিত্যপ্রয়োজনীয় ভোগ্যপণ্য আমদানির জন্য নির্দিষ্ট পরিমাণ ডলার কোটা হিসেবে আলাদা করে রাখার অনুরোধ জানান সিনিয়র বাণিজ্য সচিব তপন কান্তি ঘোষ। গভর্নরের সঙ্গে বৈঠকে অংশ নেওয়া ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকরা (এমডি) সাংবাদিকদের বলেন, আশা করছি নিত্যপণ্য আমদানিতে কোনো সমস্যা হবে না। সরকারি ব্যাংক জনগণের পাশে থাকবে। বেসরকারি ঋণপত্র খোলার বিশেষ ব্যবস্থা করার জন্যও গভর্নর মহোদয়কে অনুরোধ জানিয়েছি। আমদানিকারকদের সূত্রে জানা গেছে, রোজায় ভোজ্য তেলের চাহিদা ৩ লাখ টন, চিনি ৩ লাখ টন, খেজুর ৫০ হাজার টন, ছোলা ৬০ হাজার টন ও ডাল ৭০ হাজার টনের চাহিদা রয়েছে।

সর্বশেষ খবর