শুক্রবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৩ ০০:০০ টা

মেঘনায় ধরা পড়ল ১৬০ কেজির হাউস

লক্ষ্মীপুর প্রতিনিধি

মেঘনায় ধরা পড়ল ১৬০ কেজির হাউস

লক্ষ্মীপুরের কমলনগরে মেঘনা নদীতে জেলেদের জালে ধরা পড়েছে ১৬০ কেজি ওজনের একটি হাউস বা পাতা মাছ। গতকাল সকালে জেলেরা মাছটি উপজেলার মতিরহাট মাছ ঘাটে নিয়ে আসেন। বঙ্গোপসাগর থেকে মাছটি নদীতে ভেসে আসে বলে ধারণা করেন স্থানীয় এলাকাবাসী ও মৎস্য বিভাগ। মাছটি ছিদ্দিক বেপারী নামের এক মৎস্য ব্যবসায়ী ২৮ হাজার ৫০০ টাকায় কিনে নেন। তিনি মাছটি ঢাকায় পাঠিয়ে দেওয়ার প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানান।

লক্ষ্মীপুর জেলা মৎস্য অফিসের সহকারী মৎস্য কর্মকর্তা রফিক জালাল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, হাউস বা পাতা মাছ হিসেবে পরিচিত এ মাছটি। এটি সামুদ্রিক মাছ। বঙ্গোপসাগরের সঙ্গে মেঘনা সংযুক্ত থাকায় জোয়ারের সময় সাগর থেকে মাছটি নদীতে চলে আসতে পারে এবং জেলেদের জালে ধরা পড়ে। এত বড় হাউস মাছ এর আগে মেঘনায় পাওয়া যায়নি। বিষয়টি নিয়ে গবেষণা করা হচ্ছে বলে জানান তিনি।

সর্বশেষ খবর