শনিবার, ১৮ মার্চ, ২০২৩ ০০:০০ টা

চট্টগ্রামের সব অক্সিজেন কারখানা বন্ধ ঘোষণা

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

সীমা অক্সিজেন প্লান্টের পরিচালক পারভেজ উদ্দিনকে কোমরে দড়ি বেঁধে আদালতে হাজির করার প্রতিবাদে চট্টগ্রামের সীতাকুণ্ডের সব অক্সিজেন কারখানা বন্ধ রাখা হয়েছে। জাহাজভাঙা শিল্প মালিকদের সংগঠন বাংলাদেশ শিপ ব্রেকার্স অ্যান্ড রিসাইক্লার্স অ্যাসোসিয়েশন (বিএসবিআরএ) বৃহস্পতিবার রাতে এ ঘোষণা দেয়।

বিএসবিআরএ’র সচিব নাজমুল ইসলাম বলেন, বৃহস্পতিবার রাতে বিএসবিআরএ’র নেতারা জরুরি বৈঠকে বসেন। বৈঠকে অক্সিজেন কারখানা বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। এ ছাড়া শনিবার চট্টগ্রাম প্রেস ক্লাবে মানববন্ধন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কর্মসূচি চলাকালে শুধু শিল্পে ব্যবহৃত অক্সিজেন সরবরাহ বন্ধ থাকবে। চিকিৎসা ক্ষেত্রে ব্যবহৃত অক্সিজেন সরবরাহ চালু থাকবে।’ তিনি বলেন, ‘এ বিষয়ে নেতাদের সঙ্গে কথা বলার আগ্রহ প্রকাশ করেছেন চট্টগ্রামের জেলা প্রশাসক।’

চট্টগ্রামে অক্সিজেন উৎপাদনকারী কারখানা রয়েছে ১২টি। যার মধ্যে সিংহভাগই সীতাকুণ্ডে অবস্থিত। এখানে উৎপাদিক অক্সিজেন জাহাজভাঙা শিল্প, রড তৈরি প্রতিষ্ঠান, বিভিন্ন ধরনের শিল্প কারখানা ও চিকিৎসাক্ষেত্রে ব্যবহৃত হয়।

প্রসঙ্গত, গত ৪ মার্চ সীমা অক্সিজেন প্ল্যান্টে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে সাতজন নিহত হন। আহত হন কমপক্ষে ৩০ জন। এ ঘটনায় ক্ষয়ক্ষতি হয়েছে শত কোটি টাকা। এ ঘটনায় ১৬ জনকে আসামি করে মামলা দায়ের করেন বিস্ফোরণে নিহত একজনের স্ত্রী। এ মামলায় গ্রেফতার হন সীমা অক্সিজেনের পরিচালক পারভেজ উদ্দিন।

 

সর্বশেষ খবর