বৃহস্পতিবার, ২০ এপ্রিল, ২০২৩ ০০:০০ টা

১৭ দিনে রেমিট্যান্স ১১০ কোটি ডলার

নিজস্ব প্রতিবেদক

ঈদুল ফিতর সামনে রেখে দেশে প্রবাসীরা বিপুল পরিমাণ রেমিট্যান্স পাঠিয়েছেন। চলতি মাসের ১৭ দিনে ১১০ কোটি ডলার রেমিট্যান্স এসেছে। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ১২ হাজার কোটি টাকা। প্রতিদিন গড়ে ৬ কোটি ৪৭ লাখ ডলারের রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসী কর্মীরা। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, আগের মাস মার্চে প্রায় ২০২ কোটি ডলার সমপরিমাণ রেমিট্যান্স এসেছিল। দৈনিক রেমিট্যান্সের পরিমাণ ছিল গড়ে প্রায় ৬ কোটি ৫১ লাখ ডলার। আগের বছরের এপ্রিলে রেমিট্যান্স আসে ২০১ কোটি ডলার। দৈনিক গড় রেমিট্যান্স ছিল ৬ কোটি ৭০ লাখ ডলার। চলতি মাসের ১৭ দিনে গড়ে যে পরিমাণ রেমিট্যান্স এসেছে সে ধারা বজায় থাকলে পুরো মাসে প্রায় ২০০ কোটি ডলারের রেমিট্যান্স আসতে পারে। বাংলাদেশ ব্যাংক কর্মকর্তারা জানিয়েছেন, ঈদ বা বিভিন্ন উৎসবকে কেন্দ্র করে সাধারণত বেশি অর্থ পাঠান প্রবাসীরা। যে কারণে সব সময়ই ঈদের আগে ব্যাংকিং চ্যানেলে রেমিট্যান্স বাড়ে। তবে চলতি মাসের প্রথম ১৭ দিনের তুলনায় এবার পুরো মাসের রেমিট্যান্স কমবে বলে ধারণা করা যায়। রেমিট্যান্স বৃদ্ধি পাওয়ায় ছয় মাস পর গত মার্চে রেমিট্যান্স ২ বিলিয়ন ডলারের ঘর অতিক্রম করে।

সর্বশেষ খবর